ইন্টারনেট জগতে ঝড় তোলার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ইউটিউব চ্যানেল ইউর রোনালদোতে এমনই একজন অতিথিকে আনবেন যাকে দেখলে বিস্মিত হবে পুরো বিশ্ব – এই বার্তা পাওয়া গিয়েছিল তাঁর কণ্ঠে। তাই তো এরপর থেকেই শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা, কে হবেন সেই সৌভাগ্যবান তা নিয়ে হয়েছে কত আলোচনা।
তবে এবার জানা গেলো উত্তর: কোন ফুটবলার বা অন্য কোন খেলার কোন তারকা নন বরং ইউটিউবের মহাতারকা মি.বিস্ট আসবেন রোনালদোর পডকাস্টে। সত্যিই চমকে উঠার মত ব্যাপার বটে।
হুট করেই একদিন ইউটিউবে নিজের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন পর্তুগিজ যুবরাজ। রাতারাতি সাফল্যও পান, দিন কয়েকের ব্যবধানে তাঁর সাবস্ক্রাইবার্সের সংখ্যা পৌঁছায় ৬৭ মিলিয়নে। এই ইউটিউব চ্যানেলে ফুটবল এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় তাঁকে।
কিন্তু গত সপ্তাহে আকস্মিক ইন্টারনেট জগতে ঝড় তোলার ঘোষণা দিয়ে বসেন এই তারকা। রহস্যময় অতিথি সম্পর্কে তখন অনেক কিছুই ভেবেছিল সমর্থকেরা। বড় একটা অংশ ভেবেছে স্বয়ং লিওনেল মেসি হাজির হন চিরপ্রতিদ্বন্দ্বীর পডকাস্টে। আবার অনেকে ভেবেছেন ক্রিকেটের মহারথী বিরাট কোহলির সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রোনালদোকে।
তবে এদের কেউই নন, ইউটিউব জগতের সবচেয়ে বড় সেলেব্রিটি মি.বিস্ট হবেন রিয়াল কিংবদন্তির অতিথি। তাঁদের ভিডিওতে কি থাকছে, কি বলবেন তাঁরা – দর্শকদের আগ্রহ ইতোমধ্যে চরমে পৌঁছে গিয়েছে।
আমেরিকান এই কন্টেন্ট ক্রিয়েটরের নাম জিমি ডোনাল্ডসন, অথচ এ নামের চেয়ে বিস্ট পরিচয়ে বেশি বিখ্যাত তিনি। ইউটিউবে ৩৩০ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তাঁর। বিভিন্ন রোমাঞ্চকর ইভেন্ট এবং লোভনীয় পুরষ্কার প্রদানের ভিডিও তাঁর চ্যানেলের মূল আকর্ষণ। এখন দেখার বিষয়, রোনালদোর সঙ্গে তাঁর অভিজ্ঞতা কেমন হয়।