২০০৮ সালে দিল্লী টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গৌতম গম্ভীর। এর ঠিক ১৬ বছর পর, ২০২৪-এ এসে ভারতীয় বাঁহাতি ব্যাটার হিসেবে আবারো কোনো দ্বিশতকের কীর্তি রচিত হলো জশস্বী জয়সওয়ালের কল্যাণে। ২২ বছর বয়সী এ তরুণ ব্যাটারের এমন ইনিংসে তাঁকে অভিনন্দন জানিয়েছেন স্বয়ং গম্ভীরও। তবে এর পাশাপাশি তিনি সামনে এনেছেন ভারতীয় ক্রিকেটের বাজে একটি সংস্কৃতির কথাও।
ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এ ক্রিকেটার বলেন, ‘আমি জয়সওয়ালকে অভিনন্দন জানাই। দুর্দান্ত একটা ইনিংস ছিল এটি। তবে আমি সবাইকে বলতে চাই, তরুণ এই ক্রিকেটারকে আপনারা খেলতে দিন। আমাদের ভারতীয় ক্রিকেটে একটা চর্চা আছে। বিশেষত, মিডিয়া। এরা যেকোনো অর্জনেই মাতামাতি করে বেশি। একজন ক্রিকেটার প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাঁকে নায়কের আসনে বসিয়ে দেওয়া হয়।’
গম্ভীর আরো যুক্ত করে বলেন, ‘এই যে প্রত্যাশার চাপ তৈরি হয় এর মাধ্যমে, পরবর্তীতে সিংহভাগ প্রতিভাবান ক্রিকেটাররা নিজের সেরাটা দিয়ে ক্যারিয়ার সাজাতে পারে না। অথচ এই সময়ে তাদের সহজাত ক্রিকেটটা খেলতে দেওয়া উচিৎ। এতে করে ভারতীয় ক্রিকেটেরই লাভ হবে।’
টেস্ট ফরম্যাটে অভিষেকের পর থেকেই দারুণ ছন্দে রয়েছেন জয়সওয়াল। কিন্তু উল্টো চিত্র শুভমান গিল আর শ্রেয়াস আইয়ারের বেলায়। এ দুই ক্রিকেটার বাকি দুই ফরম্যাটে সফল হলেও লাল বলের ক্রিকেটে এসে ছন্দ হারিয়ে ফেলছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর চলমান ইংল্যান্ড সিরিজেও তাঁর রানের জন্য লড়াই করছেন।
তবে এই দুই ক্রিকেটারের স্বরূপে ফিরে আসার ব্যাপারে আশাবাদী গম্ভীর। তিনি বলেন, ‘তাদেরকে একটু সময় দেওয়া উচিৎ। তাঁরা কিন্তু পারফর্ম করেই ওই জায়গাটা নিয়েছে। তাই আরো সুযোগ ওদের প্রাপ্য। একটু সময় দিলেই ওরা ছন্দে ফিরবে।’