শ্রীলঙ্কার মাঠে শুধু সাপ আর গুইসাপ!

ক্রিকেট মাঠে প্রাণীর আগমনের ঘটনা নেহায়েত কম নয়, তবে শ্রীলঙ্কায় খেলা হলে এই ধরনের ঘটনা একটু বেশিই ঘটে।

ক্রিকেট মাঠে বণ্য প্রাণীর আগমনের ঘটনা নেহায়েত কম নয়, তবে শ্রীলঙ্কায় খেলা হলে এই ধরনের ঘটনা একটু বেশিই ঘটে। দ্বীপরাষ্ট্র হওয়ায় দেশটিতে জীববৈচিত্র্য অন্যদের তুলনায় সমৃদ্ধ তাই ক্রিকেটারদের সঙ্গেও বন্যপ্রাণীর দেখা হয়ে যায় সবুজ গালিচায়। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানদের ম্যাচে তো রীতিমত গুইসাপের দেখা মিলেছে!

শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচে তখন ব্যাটিংয়ে স্বাগতিকরা, ৪৮তম ওভার করছিলেন পেসার নিজাত মাহমুদ। সে সময় হুট করেই ক্যামেরার দৃষ্টি চলে যায় বাউন্ডারি সীমানার দিকে আর তখনই নজরে পড়ে একটা বিশালাকৃতির গুইসাপটি হেলেদুলে এগিয়ে যাচ্ছে সামনের দিকে।

খানিক পরে মাঠে ঢুকে পড়ে এটি, অনেকক্ষণ হেঁটে চলে নিজের মত করে। পরবর্তীতে অবশ্য মাঠকর্মী আর ডাগআউটে থাকা ক্রিকেটাররা তাড়িয়ে দেন প্রাণীটিকে। ততক্ষণে অবশ্য বিনোদনের খোরাক পেয়ে গিয়েছে ক্রিকেটপ্রেমীরা।

এর আগে গত লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একাধিকবার মাঠে সাপ প্রবেশ করেছিল। প্রথমবার গল টাইটানস ও ডাম্বুলার মধ্যকার ম্যাচের সময় একটি সাপ দেখা যায়। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান তখন হাতের ইশারা করে আম্পায়ারকে সাপটির কথা বলেন এবং আম্পায়াররা সাপটিকে মাঠের বাইরে তাড়া করে নিয়ে যান।

আরেক ম্যাচে ইসুরু উদানা তো বুঝতেই পারেননি সাপের উপস্থিতি, হুট করে পিছনে তাকিয়ে দেখতে পান এই সরীসৃপকে। যদিও ভাগ্যগুণে কোন বিপদ হয়নি তাঁর।

শুধু শ্রীলঙ্কা নয়, বাংলাদেশ আর ভারতের স্টেডিয়ামে সাপের আগমন নতুন কিছু নয়। ২০২২ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের একটি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল গুয়াহাটিতে, আর সেই ম্যাচ সাপের কারণে কিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছে। এছাড়া অনেক বছর আগে বিকেএসপিতে ইংল্যান্ড দলের প্রস্তুতি ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটেছিল। তবে, শ্রীলঙ্কায় এ যেন প্রায় নিয়মিত দৃশ্য!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...