ভারতকে মাটিতে নামালো ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে মূদ্রার উল্টো পিঠটা দেখালো ইংলিশরা! প্রথম টি-টোয়েন্টিতে দূর্দান্ত বোলিংয়ের পর রয়ের ঝড়ো ব্যাটিংয়ে ভারতকে ৮ উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে গেলো ইংলিশরা। ব্যাটে-বলে ইংলিশদের সাথে তাল মেলাতে পারেনি বিরাট কোহলির দল।

আহমেদাবাদের মোতেরায় প্রথম টি-টোয়েন্টিতে মূদ্রার উল্টো পিঠটা দেখলো ভার‍ত। টেস্ট সিরিজ ৩-১ এ জয়ের পর বেশ উচ্ছ্বসিতই ছিলো বিরাট কোহলির দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথে মোতেরায় শেষ দুই টেস্টে ইংলিশদের লজ্জাজনক ভাবে হারিয়েছে স্বাগতিকরা।

তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ভারতকে মূদ্রার উল্টো পিঠটা দেখালো ইংলিশরা! প্রথম টি-টোয়েন্টিতে দূর্দান্ত বোলিংয়ের পর রয়ের ঝড়ো ব্যাটিংয়ে ভারতকে ৮ উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে গেলো ইংলিশরা। ব্যাটে-বলে ইংলিশদের সাথে তাল মেলাতে পারেনি বিরাট কোহলির দল।

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি শিখর ধাওয়ান-লোকেশ রাহুলরা। মার্ক উড- জোফরা আর্চারদের তোপে মাত্র ২০ রানেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। টানা দুই আন্তর্জাতিক ইনিংসে শূন্য রানে আউট হলেন বিরাট কোহলি! ব্যাট টা মোটেও সায় দিচ্ছে না তাঁর। ব্যাট হাতে আগের চেনা ফর্মে ফিরতে পারছেন না তিনি।

এরপর মোতেরা নিস্তব্ধতা! ৬৭ হাজারেরও বেশি দর্শকের মধ্যে অনেকেই বেশ নীরব। তাদের দলের এমন অবস্থা তারা হয়তো কল্পনাও করেনি৷ তবে আশার বীজ হয়ে নামলেন শ্রেয়াস আইয়ার। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াতেই একের পর এক আঘাত হানতে থাকে আর্চার-স্টোকসরা। ঘরের মাঠে ইংলিশদের সামনে যেনো দূর্গই গড়তে পারেনি ভারত, বরং অসহায় আত্মসমর্পণ করেছে ব্যাটসম্যানরা।

পান্ট উড়ন্ত সূচনা করলেও স্টোকসের বলে তিনিও বিদায় নেন ব্যক্তিগত ২১ রানে। ৫ম উইকেটে আইয়ার-পান্ডিয়ার ব্যাটে ভারত প্রাণ ফিরে পেলেও কচ্ছপ গতিতে রানই তাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়ায়! আইয়ার একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নিলেও স্লো রান রেট আর শুরুর ধাক্কার কারণে বড় স্কোরের সম্ভাবনা গড়তে পারেনি ভারত।

শেষ দিকে হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুরদের আশা যাওয়ার মিছিলে আইয়ারের ভালো ফিনিশিংয়ে শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে ভারত। ইংলিশদের পক্ষে আর্চার ৪ ওভারে ১ মেইডেনসহ ২৩ রানে নেন ৩ উইকেট, ভারতের পক্ষে ৪৮ বলে ৬৭ রান করেন আইয়ার।

জবাবে মামুলি লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রয়-বাটলারের উড়ন্ত সূচনায় ঝিমিয়ে পড়ে ভারতীয় শিবির! ওপেনিং জুটিতেই আসে ৭২ রান! দলীয় ৭২ রানে চাহালের বলে বাটলার ও ৮৯ রানে সুন্দরের বলে ব্যক্তিগত ৪৯ রানে রয় ফিরলেও বেয়ারস্টোর ঝড়ে সহজ জয় পায় সফররতরা।

মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন জেসন রয়! মালানের ব্যাটে ছক্কায় ২৭ বল বাকি থাকতে ৮ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মরগানের দল। বেয়ারস্টো ১৭ বলে ২৬ ও মালান ২০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

টেস্ট সিরিজ হারের প্রতিশোধ টা প্রথম টি-টোয়েন্টিতে জয় দিয়েই শোধ তুললো ইংলিশরা। ভারতের প্রতি জমা ক্ষোভটা ঝড়ো ব্যাটিংয়ের মাধ্যমেই জবাব দেয় রয়-বেয়ারস্টোরা। মোতেরায় এক সপ্তাহের ব্যবধানে মূদ্রার উল্টো দিকটা দেখলো ভারত।

আধিপত্য বিস্তার করে সিরিজ জয়ের পর প্রথম টি-টোয়েন্টিতে ইংলিশদের কাছে পরাজয়! টি-টোয়েন্টির সেরা দুই দলের লড়াইয়ে জমে উঠেছে ক্রিকেট পাড়া। সিরিজের বাকি ম্যাচগুলো যে ভারতকে বিন্দুমাত্র ছাড় দিবে না, প্রথম ম্যাচেই তাঁর ঝলক দেখালো ইংলিশরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...