রান আসলো, জয় আসলো না

আগের তিন ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সহজে হারার পর আজ ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসকে ১৭০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলো বাংলাদেশ লিজেন্ডস। তবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও পাল্টায়নি দৃশ্যপট; পরিবর্তন হয়নি ভাগ্য।

আগের তিন ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সহজে হারার পর আজ ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসকে ১৭০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলো বাংলাদেশ লিজেন্ডস। তবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েও পাল্টায়নি দৃশ্যপট; পরিবর্তন হয়নি ভাগ্য। রোড সেফটি ওয়াল্ড সিরিজের চতুর্থ ম্যাচেও বোলারদের ব্যর্থতা ও ফিল্ডিং মিসের খেসারত দিয়ে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের সাথে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশের কিংবদন্তিরা।

বড় রান তাড়া করতে নেমে দলীয় ২৯ রানে প্রথম উইকেট ও ৪২ রানে দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। উইলিয়াম ২২ ও স্মিথ ১০ রান করে ফিরে যাওয়ার পর তৃতীয় উইকেটে এডওয়ার্ড ও জ্যাকব ৭২ রান যোগ করে নিজেদের দখলে রাখে ম্যাচের নিয়ন্ত্রণ। তবে এডওয়ার্ড ৪৬ রান করে বিদায় নেওয়ার পর ৩৪ রান করা জ্যাকব রান আউটের ফাঁদে পড়লে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ।

দলীয় ১২৫ রানে জ্যাকব যখন ফিরে যান তখনও ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিলো ৩৬ বলে ৪৫ রান। উইকেটে বাংলাদেশের জন্য একমাত্র পথের কাটা হয়ে ছিলেন ব্রায়ান লারা। শেষ পর্যন্ত লারার ২৩ বলে ৩১ রানের ইনিংসের কাছেই হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ লিজেন্ডসের পক্ষে আব্দুর রাজ্জাক ২ টি এবং মোহাম্মদ রফিক ও মুশফিকুর রহমান ১ টি করে উইকেট শিকার করেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ লিজেন্ডসকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ নাজিমউদ্দিন ও মেহেরাব হোসেন অপি। অস্টম ওভারের শেষ বলে ভুল বোঝাবুঝিতে আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান নাজিমউদ্দিন রান আউটের ফাঁদে পড়লে ভাঙ্গে ৬৪ রানের উদ্বোধনী জুটি। নাজিমউদ্দিনের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৩ রান।

নাজিমউদ্দিন ফিরে যাওয়ার পর উইকেটে আসেন আফতাব আহমেদ। প্রথম বারের মতো একাদশে সুযোগ পেয়েই নিজের স্বভাবসুলভ ইনিংস খেলে দ্বিতীয় উইকেট জুটিতে মেহরাব হোসেন অপিকে নিয়ে যোগ করেন ৫৭ রান। আফতাব-মেহেরাবের ব্যাটে যখন বড় কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশ তখনই ঘটে ছন্দপতন।

দ্রুত রান তুলতে গিয়ে আউট হয়ে যান আফতাব আহমেদ। ২১ বলে ৩৩ রান করে আফতাব আহমেদ ফিরে যাওয়ার পরের ওভারেই ৪৫ বলে ৪৪ রানের ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান মেহেরাব হোসেন অপি।

আফতাব-মেহরাবের বিদায়ের পরই পথ হারায় বাংলাদেশের ইনিংস। আব্দুর রাজ্জাক (০) এবং খালেদ মাসুদ পাইলট (৫) দ্রুত আউট হয়ে গেলে বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। তবে শেষের দিকে মোহাম্মদ শরিফের ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংসে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ লিজেন্ডস।

ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের পক্ষে সফল বোলার ছিলেন সুলেমান বেন; ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এই স্পিনার। এছাড়া রায়ান অস্টিন ২ টি এবং টিনো বেস্ট শিকার করেন ১ টি উইকেট।

  • সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ লিজেন্ডস: ১৬৯/৭ (ওভার:২০; নাজিমউদ্দিন- ৩৩, মেহেরাব- ৪৪, আফতাব- ৩১, শরীফ- ২৬; সুলেমান- ৩/১৭, অস্টিন- ২/৪৩)

ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস: ১৭৩/৫ (ওভার:১৮.৫; জ্যাকব- ৩৪, এডওয়ার্ড- ৪৬, লারা- ৩১*; রাজ্জাক- ২/৩৪, রফিক- ১/৩৮, মুশফিকুর- ১/২০)

ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস ৫ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: সুলেমান বেন (ওয়েস্ট ইন্ডিজ)

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...