বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন

ইনজুরিটা পুরো মৌসুমেই ভুগিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। বাঁ হাতের কনুইয়ের টেন্ডনের এই ইনজুরিতে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের আসর টি-টোয়েন্টি সুপার স্ম্যাশেও টিভির সামনে বসেই দেখতে হয়েছে উইলিয়ামসনকে। সেখান থেকে কিছুটা পরিত্রাণ নিয়ে যেই না অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে ফিরলেন, ৩-২ ব্যবধানে জিতে ব্লাক ক্যাপদের সিরিজ জেতালেন ঠিক তখনই আবার ইনজুরির হানা!

ইনজুরিটা পুরো মৌসুমেই ভুগিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। বাঁ হাতের কনুইয়ের টেন্ডনের এই ইনজুরিতে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের আসর টি-টোয়েন্টি সুপার স্ম্যাশেও টিভির সামনে বসেই দেখতে হয়েছে উইলিয়ামসনকে। সেখান থেকে কিছুটা পরিত্রাণ নিয়ে যেই না অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে ফিরলেন, ৩-২ ব্যবধানে জিতে ব্লাক ক্যাপদের সিরিজ জেতালেন ঠিক তখনই আবার ইনজুরির হানা!

আর এবার? আসন্ন বাংলাদেশ সিরিজ থেকেই ছিটকে গেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড ক্রিকেটের মেডিকেল ম্যানেজার ডেল শ্যাকেল মঙ্গলবার প্রেস বার্তায় এই দু:সংবাদ জানান। তিনি বলেন, ‘পুরো মৌসুম জুড়েই উইলিয়ামসন কনুইয়ের ইনজুরির সাথে লড়াই করেছেন আর এখনও পরিস্থিতির উন্নতি হয়নি।’

তবে উইলিয়ামসন দ্রুতই ইনজুরি কাটিয়ে উঠবেন বলে বিশ্বাস করেন তিনি, ‘পুরো তিন ফরম্যাটে খেলার জন্যে ওর ওপর সব সময়ই ট্রেনিং থেকে শুরু করে মাঠ- সব জায়গাতেই চাপ থাকে। কিন্তু ওর সামর্থ্য আছে এই ইনজুরি কাটিয়ে ওঠার। আমরা মনে করি, বিশ্রাম আর পুনর্বাসনের পরই ও আবার মাঠে ফিরতে পারবে।’

তবে দ্রুত ফিরতে পারেন বললেও ঠিক কতদিন পর মাঠে ফিরতে পারেন উইলিয়ামসন সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি, ‘সময়টা আসলে বলা কঠিন। প্রথম কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাকে আর এরপর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে তাঁর।’

এদিকে নিউজিল্যান্ড দলে উইলিয়ামসনের না থাকা মিস করবেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। আইসিসির প্রকাশিত বার্তায় তিনি বলেছেন, ‘ও সবসময় নিজের দেশের হয়ে খেলতে ভালবাসে। আমরা ওর উপস্থিতি মিস করবো।’

তবে সাময়িক  ব্যাস্ত সূচি আর পরিস্থির ওপর যে কারো হাত নেই সেটাও মানছেন গ্যারি, ‘ইংল্যান্ড টেস্ট থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ- আমাদের একটা ব্যাস্ত সূচি ছিল। এতে সবার ওপরই চাপ পড়েছে। একজন ব্যাটসম্যানের জন্যে কনুইয়ের এই ইনজুরিও খুবই সাংঘাতিক আর ওর এই ইনিজুরিটা বহুদিন ধরেই ভোগাচ্ছে। আমরা ওর লিডারশিপকে মিস করব, কিন্তু ওর অনুপস্থিতি নতুন কারো জন্যে দরজা খুলে দেবে।’

জানিয়ে রাখা ভাল, নিউজিল্যান্ডের সাথে তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে নিউজিল্যান্ডে। কোয়ারেন্টাইন বিধির কারণে বেশ আগেভাগেই তাসমান পাড়ে গিয়ে পৌছেছে তারা। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ মার্চই প্রথম ওয়ানডে খেলতে নামার কথা দুই দলের। তার আগে অধিয়ানায়কের এই ইনজুরি কিউই শিবির থেকে ছিটকে দিয়েছে কেন উইলিয়ামসনকে।

২০ মার্চ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ২৩ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে এবং ২৬ মার্চ শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে বেসিন রিজার্ভ, ওয়েলিংটনে।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ সেডন পার্ক, হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৩০ মার্চ ম্যাকলিন পার্ক, নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে ইডেন পার্ক, অকল্যান্ডে এক এপ্রিল অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...