আইপিএলে লিটন-তাসকিন?

বড় দলগুলোর বিপক্ষে ভালো করলে সেই ক্রিকেটাররের আইপিএলে দল পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। বিশেষ করে ভারতের বিপক্ষে পারফর্ম করলে ফ্র্যাঞ্চাইজি গুলোর আরো বেশি নজরে পড়া যায়। এমন নয় যে ভারতের সাথে পারফর্ম করলেই আইপিএলে দল পাওয়াটা নিশ্চিত হয়ে যায়। তবে একটা সম্ভাবনা নিশ্চয়ই তৈরি হয়।

২০১৫ সালে নিজের অভিষেক ওয়ানডে সিরিজ। সেখানেই ভারতের বিপক্ষে আলোড়ন তুললেন মুস্তাফিজুর রহমান। ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে রীতিমত ছেলেখেলা করেছিলেন দ্য ফিজ। আর ওই একটা সিরিজই আসলে মুস্তাফিজের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা প্রায় নিশ্চিত করে দিয়েছিল।

অর্থাৎ বড় দলগুলোর বিপক্ষে ভালো করলে সেই ক্রিকেটাররের আইপিএলে দল পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। বিশেষ করে ভারতের বিপক্ষে পারফর্ম করলে ফ্র্যাঞ্চাইজি গুলোর আরো বেশি নজরে পড়া যায়। এমন নয় যে ভারতের সাথে পারফর্ম করলেই আইপিএলে দল পাওয়াটা নিশ্চিত হয়ে যায়। তবে একটা সম্ভাবনা নিশ্চয়ই তৈরি হয়।

আজ যেমন ভারতের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলেছেন লিটন দাস ও তাসকিন আহমেদ। বল হাতে শুরুতে আগুন ঝড়ালেন তাসকিন আহমেদ। উইকেট না পেলেও টানা একটা চ্যানেলে বল করে ভারতের টপ অর্ডারকে চাপে ফেলে দিয়েছিলেন তাসকিন। চার ওভার বল করে খরচ করেছেন মাত্র ১৫ রান। এছাড়া অধিনায়ক সাকিবও ম্যাচের শুরুতেই করিয়ে ফেলেছেন তাসকিনের চার ওভার।

নতুন বলে তাসকিনের এমন ঝলকের পর ব্যাট হাতে নেমে লিটন নিজের ম্যাজিক দেখালেন। আজ একাদশ থেকে বাদ পড়েছিলেন সৌম্য সরকার। ফলে ওপেন করতে নামা লিটন চড়াও হলেন ভারতের বোলারদের উপর। একেরপর এক বাউন্ডারিতে পাওয়ার প্লেতেই তুললেন ৬০ রান। মাত্র ২১ বলে পূর্ণ করলেন নিজের অর্ধশতক।

লিটন যতক্ষণ ব্যাট করছিলেন ততক্ষণ ম্যাচে পাত্তাই পায়নি ভারত। তবে বৃষ্টির পর হঠাতই এলোমেলো হয়ে যায় বাংলাদেশ। লিটনের রান আউট ছিল এর অন্যতম কারণ। তবুও ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলে লিটন নিজের ছাপ রেখে গিয়েছেন। ভারত নিশ্চয়ই লিটনের এই ইনিংসটি মনে রাখবে। কিংবা নতুন বলে তাসকিনের স্পেলটা।

লিটন, তাসকিন দুজনের এমন পারফর্মেন্স নিশ্চুয়ই আইপিএলের ফ্র্যাঞ্চাইজি গুলোও দেখেছে। সামনেই তো বসবে লিগটির নিলাম। এই ম্যাচের কারণেই দল পেয়ে যাবেন কি তাসকিন, লিটনরা।

তাসকিন আহমেদ কিংবা লিটন আহমেদ ভারতের বিপক্ষে ভালো করেছে বলেই আইপিএলের প্রসঙ্গ আসছে এমন ভাবলে সেটা ভুল হবে। এমনকি আজ দুজনের কেউই পারফর্ম করতে না পারলেও তাঁরা এই আলোচনাতে থাকতেন।

কেননা আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে সেরাদের সাথে তাল মিলিয়ে বোলিং করছেন তাসকিন আহমেদ। গত এক বছর ধরেই তাঁর বোলিংয়ে এসেছে বিরাট পরিবর্তন। বিশ্বের সেরা দলগুলোর সাথে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন।

ওদিকে লিটন দাসও গত দুই তিন বছর ধরেই রানের পর রান করে যাচ্ছেন। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের ফর্মটা লিটন টি-টোয়েন্টি ফরম্যাটেও টেনে এসেছেন। তাঁরই একটা ঝলক দেখতে পেল ভারত দলও।

আইপিএলে লিটন কিংবা তাসকিনকে দেখতে চাওয়ার এই দাবি আসলে তাঁদের এই ধারাবাহিক ফর্মের কারণেই। এছাড়া গতবারই আইপিএলের মাঝপথে ডাক পড়েছিল তাসকিনের। তবে তখন বাংলাদেশের হয়ে দক্ষিণ আফ্রিকায় খেলতে যাওয়ায় খেলতে পারেননি তিনি।

লিটন ও তাসকিনের এই ধারাবাহিকতা, এই উত্থান নিশ্চয়ই আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলোর নজরে এসেছে। আর সেটা আজকের ম্যাচের পর আরো তীব্র হবে নিশ্চয়ই।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...