পাকিস্তানের কোচ হতে প্রস্তাব, চাকরি ছাড়লেন গিলেস্পি

এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে জুড়ে গেলো জেসন গিলেস্পির নাম। কোচের খোঁজে থাকা পিসিবি তাঁর সঙ্গে যোগাযোগ করেছে এমন গুঞ্জনের মাঝেই নিজের বর্তমান কাজ থেকে বিদায় নিয়েছেন তিনি।

এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে জুড়ে গেলো জেসন গিলেস্পির নাম। কোচের খোঁজে থাকা পিসিবি তাঁর সঙ্গে যোগাযোগ করেছে এমন গুঞ্জনের মাঝেই নিজের বর্তমান কাজ থেকে বিদায় নিয়েছেন তিনি। ফলে পাকিস্তানের কোচিং স্টাফের সদস্য হিসেবে তাঁকে নিকট ভবিষ্যতে দেখার সম্ভাবনা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

ওয়েস্ট এন্ড রেডব্যাক এবং এডিলেড স্ট্রাইকার্সের হেড কোচ হিসেবে সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসএসিএ) সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন এই সাবেক ক্রিকেটার। ২০২৪/২৫ সাল পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ ছিল, তবে এক বছর আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

যদিও এর সঙ্গে পিসিবির কোন সম্পর্ক রয়েছে কি না তা নিয়ে কোন পক্ষ মন্তব্য করেনি। তবে এই অজি কিংবদন্তির কথায় কিছুটা আঁচ করা গিয়েছে। তিনি বলেন, ক্রিকেট জীবনে নতুন অভিজ্ঞতা পেতে এবং আমার ক্যারিয়ারকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য সামনের দিনগুলোর দিকে তাকিয়ে আছি।’

এই পেসার অবশ্য ধন্যবাদ দিয়েছেন এতদিনের সঙ্গী সাথীদের। তিনি বলেন, ‘আমি এসএসিএ-র সাথে যা অর্জন করেছি তার জন্য সত্যিই গর্বিত। আমি সবসময় এসব স্মৃতি লালন করব। স্ট্রাইকারস এবং রেডব্যাকের সাথে থাকার সময় যারা আমাদের সমর্থন করেছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই।

অন্যদিকে গিলেস্পি ছাড়াও দক্ষিণ আফ্রিকার গ্যারি কাস্ট্রেন ও নিউজিল্যান্ডের লুক রঞ্চিকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে পিসিবি। দুইজনেই সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়ে নিয়েছেন। এর আগে ড্যারেন স্যামি, শেন ওয়াটসন আর মাইক হেসনকেও পাকিস্তানের প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল, তবে তাঁরা সেই প্রস্তাব গ্রহণ করেননি।

অবশ্য এখন খুব বেশি সময় হাতে নেই, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতোমধ্যে দরজায় কড়া নাড়ছে। দ্রুতই তাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইবে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...