‘বুমবুম’ হয়ে বুমরাহর ফেরা

আগের চার টেস্টে নিয়েছিলেন মোটে সাত উইকেট! সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই ইনিংসে শিকার করতে পারেননি এক উইকেটও । টেস্ট ফরম্যাটে তাঁর দলে থাকা নিয়েও বেশ প্রশ্ন উঠছিলো।

আগের চার টেস্টে নিয়েছিলেন মোটে সাত উইকেট! সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই ইনিংসে শিকার করতে পারেননি এক উইকেটও । টেস্ট ফরম্যাটে তাঁর দলে থাকা নিয়েও বেশ প্রশ্ন উঠছিলো।

এরপর ইংল্যান্ডের বিপক্ষেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। একই কন্ডিশনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উইকেট নিতে ব্যর্থ হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে তিনি কি জ্বলে উঠতে পারবেন? এমনটাই প্রশ্ন ছিলো ভারতীয় সমর্থক সহ ক্রিকেট বিশ্লেষকদের।

তবে সবকিছু ছাপিয়ে সিরিজের প্রথম টেস্টেই ট্রেন্ট ব্রিজে দুর্দান্ত বোলিং করে প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও শিকার করেছেন পাঁচ উইকেট। হ্যাঁ, ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর কথাই বলছিলাম।

ট্রেন্ট ব্রিজ টেস্টে তাঁর বোলিং নৈপুণ্যে বেশ শক্ত অবস্থানেই আছে ভারত। জয়-পরাজয় যাই হোক ম্যাচের ফলাফল ছাপিয়ে বুমরাহর বল হাতে দাপুটে পারফরম্যান্স নিঃসন্দেহে তাঁর ফর্মে ফেরার ইঙ্গিত। প্রথম ইনিংসের প্রথম বলেই রুঢ়ি বার্নসে শিকার করেন তিনি।

এরপর জস বাটলার ছাড়াও শেষে জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের উইকেট নেন বুমরাহ। এরপর দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারের প্রথম চার উইকেটের তিনটিই শিকার করেন তিনি। এমনকি সেঞ্চুরি করা ইংলিশ অধিনায়ক জো রুটকেও ফেরান তিনি। শেষদিকে স্যাম কুরানের পর স্টুয়ার্ট ব্রডকে তুলে নিয়ে শিকার করেন ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফর। বড় সংগ্রহের পথে থাকা ইংলিশদের আটকে দেন দ্রুতই।

সবশেষ ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাবিনা পার্কে ছয় উইকেট শিকার করেছিলেন বুমরাহ। চলতি ট্রেন্ট ব্রিজ টেস্টের আগে গেলো দুই বছরে ৮ টেস্টে একবারও ছুঁতে পারেননি পাঁচ উইকেটের মাইলফলক। সবশেষ ৮ টেস্টে নিয়েছিলেন মাত্র ২১ উইকেট! এমনকি সবশেষ তিন ইনিংসে কোনো উইকেটই নিতে পারেননি তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা বোলার সাদা পোশাকে ছিলেন অনুজ্জ্বল।

বাজে ফর্ম কাটিয়ে দুর্দান্ত কামব্যাক করলেন ইংলিশদের বিপক্ষেই। দুই ইনিংসে ১১০ রান দিয়ে শিকার করেছেন ৯ উইকেট। প্রায় দীর্ঘ সময় লাল বল হাতে ভারতীয় ক্রিকেটের এই অস্ত্র ছিলেন নিষ্প্রভ।

একই কন্ডিশনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ছিলেন একদম ছন্নছাড়া। এক মাসের ব্যবধানে ব্যর্থতার চাদরে মোড়ানো সময়টাকে মুছে ফেলে ফিরলেন দারুণভাবে।

এই টেস্টের পরেও ইংলিশদের বিপক্ষে ভারত খেলবে আরো চার টেস্ট। জাসপ্রিত বুমরাহ ট্রেন্ট ব্রিজ টেস্টের পারফরম্যান্স ধরে রাখতে পারবেন কি? নাকি রঙিন পোশাকের মতো সাদা পোশাকেও হয়ে উঠবেন অদম্য! আর এই ছন্দ ধরে রেখেই পরের ম্যাচগুলোতেও চাইবেন নিজের সেরাটা দিয়ে ইংলিশ ডেরায় দলকে জয় এনে দিতে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...