জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে বাংলাদেশ নারী দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যেতিকে। তাঁর অধীনেই জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ে নারী দলকে ৩-০ তে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের মেয়েরা। এরপর বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানকে ৩ উইকেট ও আমেরিকাকে ২৬৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ।
নিগারের হাত ধরেই যেনো বাংলাদেশ নারী দলে এসেছে জয়ের জোয়ার। অধিনায়কত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ছোটবেলায় স্কুলে থাকতে আমি সবসময়ই ক্যাপ্টেন ছিলাম। এটা আমার রক্তেই আছে। আমার ভাইরা আমাকে সবসময়ই বলতো তুমি একদিন অধিনায়ক হবে। আমি ভাবতাম হবো। তবে এতো তাড়াতাড়ি এই সুযোগ আসবে ভাবিনি।’
গেলো বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নিগার সুলতানা। ৪ ম্যাচে করেছিলেন ১১৪ রান। এক বছরের মাথায় পেয়ে গেলেন দলের অধিনায়কত্ব। মাত্র ২৪ বছর বয়সেই দলের দায়িত্ব পেয়ে যাবেন সেটি অবশ্য ভাবেননি নিগার।
পাকিস্তানকে তিন উইকেটে হারানোর পর দলের সবাই মিলে ‘আমরা করব জয়’ গানটি গায়; যেটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। আইসিসিকে দেয়া বার্তায় নিগার আরো বলেন, ‘আমরা করবো জয় মানে হচ্ছে আমরা জিতবো। এটা সবসময়ই আমাদেরকে ভালো করতে সাহস আর অনুপ্রেরণা যোগায়। একই সাথে আমাদের জন্য আত্মবিশ্বাস হিসেবেও কাজ করে। ‘
তিনি আরো বলেন, ‘তিনজন সাবেক অধিনায়ক আছেন দলে। আমি ভাবতাম আমিও একসময় সুযোগ পাবো। হয়তো আরো পরে। আমি সবসময়ই দলকে উজ্জীবিত রাখতে চেষ্টা করি। আমি মনে করি যদি আমরা সেরাটা দিতে পারি আর দলকে সঠিক পথে রাখতে পারি এটা আমাদের জন্য ইতিহাস হবে।’
নিগারের আগে বাংলাদেশ নারী দলের অধিনায়ক ছিলেন রুমানা আহমেদ। বিশ্বকাপ বাছাইপর্বের জন্য যাওয়ার আগে হুট করেই দল ঘোষণার সময় জানা যায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন নিগার সুলতানা। যদিও অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি নিগার। তবে শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে অভিষিক্ত হয়ে দলকে দেখিয়েছেন জয়ের পথ।
এরপর বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করে নিগারের দল। সেই জয়ের ধারা অব্যাহত থাকে মূল পর্বেও। পাকিস্তানের পর আমেরিকার বিপক্ষে বড় জয় নিয়ে বাংলাদেশের মেয়েরা স্বপ্ন দেখছে বিশ্বকাপে খেলার।