জয়-রাব্বি দোলাচল ও পাঁচ নম্বর ভাবনা

জয় নাকি রাব্বি? এই প্রশ্নটা যেন বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। এই চট্টগ্রামেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে আলোচনাটা উঠেছিল। প্র্যাকটিসের ধরণ কিংবা টিম ম্যানেজম্যান্টের নানা সূত্র থেকে জানা গিয়েছিল রাব্বি অথবা জয় যেকোন একজনের অভিষেক হতে যাচ্ছে টেস্টে। এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেও সমীকরণটা একইরকম।

জয় নাকি রাব্বি? এই প্রশ্নটা যেন বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে। এই চট্টগ্রামেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে আলোচনাটা উঠেছিল। প্র্যাকটিসের ধরণ কিংবা টিম ম্যানেজম্যান্টের নানা সূত্র থেকে জানা গিয়েছিল রাব্বি অথবা জয় যেকোন একজনের অভিষেক হতে যাচ্ছে টেস্টে। এবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেও সমীকরণটা একইরকম।

নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে শেষ পর্যন্ত অভিষেক হয়েছিল ইয়াসির আলী রাব্বির। পরের টেস্টের অবশ্য মাহমুদুল হাসান জয়েরও অভিষেক হয়। এবারো আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগে টিম ম্যানেজম্যান্টের জন্য সবচেয়ে বড় এই দুজনকে নিয়েই। দুজনই যেখানে সুযোগ পেয়েছেন কাজে লাগিয়েছেন। বিপিএলেও দুজনই দারুণ পারফর্মেন্স করেছেন। ফলে কাকে রেখে কাকে খেলানো হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

ওদিকে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল অনেক বেশি ভারসাম্যপূর্ণ। একাদশে পরিবর্তনের জায়গাও খুব বেশি নেই। বিশেষ করে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ এই চারজনই ব্যাটিং লাইন আপে থাকছেন। ফলে তেমন জায়গাও খালি নেই। তবে ওয়ানডে ফরম্যাটে পাঁচ নম্বর পজিশনটা নিয়ে এখনো ভুগছে বাংলাদেশ দল। এই জায়গাটায় এখনো পাকা করা যায়নি কোন ব্যাটসম্যানকে।

আর এই পাঁচ নম্বর পজিশনেই ইয়াসির আলী রাব্বি অথবা মাহমুদুল হাসান জয়ের কথা ভাবছে বাংলাদেশ দল। দুজনই মূলত মিডল অর্ডার ব্যাটসম্যান। তবে মাহমুদুল হাসান জয়কে বাংলাদেশ ব্যবহার করছে ওপেনার হিসেবে। টেস্টে ওপেনার হিসেবে অভিষেকের পর জয় এবার বিপিএলেও ওপেন করেছেন। ফলে ধারণা করা হচ্ছিল ওয়ানডে ক্রিকেটে জয় আসলে হয়তো ওপেনার হিসেবেই আসবেন।

যদিও ওপেনিং পজিশনে ওয়ানডে ক্রিকেটে জায়গা তেমন ফাকা নেই। তামিম, লিটন দুজনই দারুণ ছন্দে আছেন। তবে এরই মাঝে সংবাদ সম্মেলনে এসে এসব দোলাচল ভেঙে দিলেন তামিম ইকবাল। তামিম জানিয়ে দলেন ওয়ানডে ফরম্যাটে জয় রাব্বি দুজনকে পাঁচ নম্বরের জন্য ভাবছে দল। দুজনের কেউ যদি খেলেন তাহলে এই পাঁচ নম্বরেই খেলবেন।

জয়ের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠায় তামিম বলেন, ‘জয়কে আমি যতটুকু দেখেছি সে কিন্তু মিডল অর্ডারেই ব্যাটিং করেছে ৫০ ওভারের ক্রিকেটে। জয় আবার টপ থ্রি তে ব্যাটিং করার মতও ব্যাটসম্যান। যদি টিম ম্যানেজম্যান মনে করে ওর টপ থ্রিতে ব্যাটিং করতে হবে সেটা করার সক্ষমতাও তাঁর আছে। তবে আমরা তাঁকে পাঁচ নম্বরেই ভাবছি এবং ওর ক্যারিয়ারের বড় একটা অংশ তিন-চারে খেলেছে।’

তবে টেস্টে যে মিডল অর্ডার ব্যাটসম্যান জয়কে বাংলাদেশ দলই ওপেন করিয়েছে সেকথাও অকপটে স্বীকার করেছেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা দেখেছি সে টেস্টে ওপেন করেছে। যদিও আগে জয় টেস্টে খুব বেশি ওপেন করেনি। তবে সে দারুণ একটা শুরু পেয়েছে। আসলে জয় এমন একজন ব্যাটসম্যান যে স্পিনটা খুব ভালো খেলে। এটা মাথায় রেখেই তাঁকে আমরা দলে রেখেছি।’

ওদিকে ইয়াসির রাব্বি টেস্টে নিজেকে মিডল অর্ডারে প্রমাণ করতে শুরু করেছেন। এছাড়া এবার বিপিএলেও মিডল অর্ডারে দারুণ কিছু ইনিংস খেলেছেন। ইয়াসিরের ব্যাটিং নজর কেড়েছে ওয়ানডে অধিনায়কেরও। ইয়াসির রাব্বিকে নিয়ে তামিম বলেন, ‘রাব্বিও দারুণ ব্যাটিং করে। গত কয়েকবছর ধরেই ও ঘরোয়া ক্রিকেটে কিংবা জাতীয় দলে যখন সুযোগ পেয়েছে পারফর্ম করেছে।’

এছাড়া পাঁচ নম্বর পজিশনে যে বাংলাদেশ এখনো নিয়মিত কাউকে পায়নি সেটাও বলেছেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘এটা ঠিক যে পাঁচ নম্বর পজিশন নিয়ে আমাদের একটু চিন্তার জায়গা আছে। এই পজিশনের জন্যই ইয়াসির ও জয়কে নেয়া হয়েছে। ওদের কেউ যদি খেলে তাহলে পাঁচেই খেলবে। আমরা এই জায়গাটার জন্য স্থায়ী কাউকে চাই।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...