রোনালদোর জার্সি পরবেন জুড বেলিংহ্যাম!

১০৩ মিলিয়ন ইউরোতে জুড বেলিংহ্যামকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদে আগামী মৌসুম থেকে ইংলিশ এ মিডফিল্ডার কত নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠ মাতাবেন। শোনা যাচ্ছে, রোনালদোর সেই ৭ নম্বর জার্সির মাহাত্ম্যেই জড়াতে যাচ্ছেন জুড বেলিংহ্যাম।

রিয়াল মাদ্রিদের ইতিহাসে সর্বোচ্চ দুই গোলদাতা ক্রিশ্চিয়ানো আর রাউল গঞ্জালেস পরতেন ৭ নম্বর জার্সি। এবার সেই সেই ৭ নম্বর জার্সির মাহাত্ম্যে জড়াতে যাচ্ছেন জুড বেলিংহ্যাম।

সম্প্রতি তরুণ এ ইংলিশ মিডফিল্ডারকে ১০৩ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ১৯ বছর বয়সী বেলিংহ্যাম এরই মধ্যে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে তিন মৌসুম খেলে ফেলেছেন। সর্বশেষ মৌসুমেই ছড়িয়েছেন তারুণ্যদ্যুতি। ডর্টমুন্ডের মাঝমাঠ সামলে করেছেন ১৪ গোল।

ক্লাব ফুটবলের পাশাপাশি ইংল্যান্ড জাতীয় দলেরও মিডফিল্ডের মূল কাণ্ডারি এই বেলিংহ্যাম। তাই ইউরোপের দলবদলের বাজারে হটকেকও হয়ে উঠেছিলেন এ ফুটবলার। অবশ্য সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মোটা অঙ্কের ট্রান্সফার মূল্যে বেলিংহ্যামকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ।

এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের হয়ে ৭ নম্বর জার্সি পরে খেলেন এডেন হ্যাজার্ড। তবে আগামী ৩০ জুন পরেই এ ফুটবলার লস ব্ল্যাঙ্কোস শিবির ছাড়ছেন। রিয়ালের হয়ে এরই মধ্যে দিয়েছেন বিদায়ের ঘোষণা। তাই হ্যাজার্ডের পরে ৭ নম্বর জার্সি পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বেলিংহ্যামই।

যদিও ডর্টমুন্ডে থাকাকালীন ২২ নম্বর জার্সি পরে খেলতেন বেলিংহ্যাম। আর সে জার্সি নম্বরকেই তিনি লাকি নম্বর ভাবেন। তাই ইংলিশ এ ফুটবলারের চাওয়া অনুযায়ী রিয়াল মাদ্রিদ তাঁকে ২২ নম্বর জার্সিও দিতে পারে। সে ক্ষেত্রে অ্যান্টনিও রুডিগারকে আবার ২২ নম্বর জার্সির মায়া ছাড়তে হবে। এই মুহূর্তে মাদ্রিদের হয়ে জার্মান এ সেন্টার ব্যাক ২২ নম্বর জার্সি পরেই খেলেন।

প্রসঙ্গত, লস ব্লাঙ্কোসদের সাথে ছয় মৌসুমের চুক্তি করেছেন জুড বেলিংহ্যাম। অর্থাৎ চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলার সুযোগ পাবেন ইংলিশ এ মিডফিল্ডার। তবে তাঁকে পেতে রিয়ালকে কম কাঠখর পোড়াতে হয়নি।

রিয়ালের সাথে বেলিংহামকে দলে ভেড়ানোর দৌড়ে ছিল ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। এর মধ্যে ম্যানসিটি আর রিয়ালই সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে। তবে শেষদিকে পিএসজিও তাঁকে নেওয়ার ব্যাপারে এগিয়েছিল।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...