ইনজি ভাই, সবাই আপনাকে আলু কেন বলে?

প্রশ্ন করার অনুমতি পেতেই পাইলট এবার জিজ্ঞেস করে বসেন, ‘ইনজি ভাই, আপনাকে সবাই আলু আলু বলে ডাকে কেন?’

উইকেটের পিছন থেকে স্লেজিং করা হলে যেকোনো ব্যাটারেরই রেগে যাওয়ার কথা। আর সেই ব্যাটার যদি হন রগচটা ইনজামাম উল হক, তাহলে তো কথাই নেই। তাঁর মেজাজকে অবশ্য ভয় পাননি খালেদ মাসুদ পাইলট; উল্টো টেস্ট ম্যাচ চলাকালীন উত্যক্ত করেছেন বিভিন্নভাবে।

সেই স্মৃতি আরো একবার বাংলাদেশের সমর্থকদের মনে করিয়ে দিয়েছেন হাবিবুল বাশার সুমন। ইনজামামকে কিভাবে নাস্তানাবুদ করেছেন টাইগার উইকেটকিপার সেই ঘটনা বিস্তারিত প্রকাশ করেন তিনি।

সাবেক এই ব্যাটার জানান যে, ম্যাচ চলাকালীন হুট করে পাইলট তাঁকে জিজ্ঞেস করে জিন্দা লাশ দেখেছে কি না। তিনি ঝটপট উত্তর দেন হ্যাঁ, মুভিতে অনেক জম্বি দেখেছি। তখন আবার খালেদ মাসুদ জিজ্ঞেস করেন চালতা ফিরতা জিন্দা লাশ (চলাফেরা করা জিন্দা লাশ) দেখেছেন? না বোধক উত্তর দিতেই তিনি ইনজামামের দিকে আঙুল তুলে দেখান এই যে জিন্দা লাশ ব্যাটিং করছে, হাবিব ভাই।

পুরো কথা না বুঝলে মোটামুটি স্লেজিংয়ের ব্যাপারটা আঁচ করতে পারেন পাকিস্তানি তারকা। সেজন্য পাইলটের উদ্দেশ্যে তিনি, ‘ছোট ভাই, আমাকে বিরক্ত করো না। শান্তিতে ব্যাট করতে দাও। এরপর তাঁর উদ্দেশ্যে বাংলাদেশী এই ডানহাতি আবার বলেন, ‘ওকে ইনজি ভাই, আপনি আমাদের আইডল। আমি সত্যি আর কিছু বলব না, কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি?

অনুমতি পেতেই তিনি এবার জিজ্ঞেস করে বসেন, ‘ইনজি ভাই, আপনাকে সবাই আলু আলু বলে ডাকে কেন?’ রেগে গিয়ে এই কিংবদন্তি তখন বলেন, ‘ছোট ভাই ছোট ভাইয়ের মত থাকো, নাহলে মার দিব।’

উইকেটরক্ষকদের এমনিতেই মাঠে সরব থাকতে হয়। সতীর্থদের সতেজ রাখার পাশাপাশি স্লেজিং করে ব্যাটারদের মনোযোগে নষ্ট করার কাজে ব্যস্ত থাকেন তাঁরা। লাল-সবুজের ক্রিকেট অধ্যায়ের অন্যতম সেরা উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট এই ক্ষেত্রে ছিলেন দুর্দান্ত সাহসী। ইনজামাম ছাড়াও সৌরভ গাঙ্গুলি, মুরালিধরনের মত ক্রিকেটারকেও খোঁচা মেরেছিলেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...