কোহলি নাকি গিল, কে এগিয়ে ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে?

ক্যারিয়ারের প্রথম ৩৭ ম্যাচের পরিসংখ্যানের তুলনার সেরার আসনে কে? কোহলি নাকি গিল? চলুন দেখার চেষ্টা করি। 

ভারতের ক্রিকেট ইতিহাস মানেই এক মহাতারকার হাত থেকে অন্য মহাতারকার হাতে মশাল হস্তান্তর। গাভাস্কার থেকে শচীন, শচীন থেকে কোহলি—প্রতিটি প্রজন্মই পেয়েছে ব্যাটিংয়ের নতুন রাজা। আর এখন সেই সিংহাসনের দরজায় দাঁড়িয়ে শুভমান গিল। ক্যারিয়ারের প্রথম ৩৭ ম্যাচের পরিসংখ্যানের তুলনার সেরার আসনে কে? কোহলি নাকি গিল? চলুন দেখার চেষ্টা করি।

৩৭ টেস্ট শেষে বিরাট কোহলির রান ছিল ২৭৯৪, গড় ৪৫.০৬। একই জায়গায় দাঁড়িয়ে শুভমান গিলের সংগ্রহ ২৬৪৭ রান, গড় ৪১.৩৬। সংখ্যার লড়াইটা খুবই কাছাকাছি, যদিও এগিয়ে কিং কোহলি।

৬৯ ইনিংসে শেষে গিলের শতক সংখ্যা নয়টি, কোহলির ৬৬ ইনিংসে সংখ্যাটা ছিল ১১। ব্যবধানটা খুব বেশি না, তবে গিলের ব্যাটে ইতিমধ্যেই বোঝা যাচ্ছে বড় ইনিংস খেলার মানসিকতা।

বিদেশের মাটিতেও গিল প্রমাণ করেছেন নিজেকে। ৩৮ ইনিংসে করেছেন ১৪৭০ রান, গড় ৪০.৮৩। তুলনায় কোহলির ছিল ১৬৪২ রান, গড় ৪৪.৩৮। ইংল্যান্ডের মাটিতে তাঁর ১৪৭ রানের নক বা এজবাস্টনে ২৬৯ রানের ম্যারাথন ইনিংস —যেন নতুন করে মনে করিয়ে দিয়েছে বিদেশের মাটিতে কোহলির দাপটের দিনগুলো।

৩১ ইনিংস শেষে ঘরের মাঠে কোহলির রান ছিল ১৩৫১, গড় ৪৮.২৫, স্ট্রাইক রেট ৫০.৪৭। গিলের একই পর্যায়ে রান ১১৭৭, গড় ৪২.০৪। এখানে অবশ্য কোহলি বেশ খানিকটা এগিয়ে।

দায়িত্ব নেওয়া, কঠিন সময়ে চাপ সামলানোর দিক দিয়েও গিলও যেন কোহলির পথেই আছেন। চাপে ভেঙে না পড়ে ব্যাট হাতে নিয়ন্ত্রণ নেওয়াটা গিলের বিশেষ দিক। অনেকটা কোহলির মতোই।

৩৭ টেস্ট শেষে পরিসংখ্যান বলছে, শুভমান গিল আর বিরাট কোহলির পার্থক্য খুবই সামান্য। যদিও সংখ্যার মানদণ্ডে কোহলিই এগিয়ে। তবে গিলের ব্যাটিংয়ে যে আগ্রাসন, আধুনিক ক্রিকেটে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা—তা ইঙ্গিত দিচ্ছে, ভারতীয় ক্রিকেটের পরবর্তী রাজা হয়তো তিনি-ই। এখন শুধু সময়ের অপেক্ষা—কবে ‘প্রিন্স’ গিল আনুষ্ঠানিকভাবে বসবেন ভারতের ব্যাটিং সিংহাসনে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link