বিশ্বকাপে পছন্দের পজিশন হারাবেন কোহলি!

ইনজুরির কারণে এখনও বিশ্বকাপ খেলার পথে আশা নিরাশার দোলাচলে রয়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য লোকেশ রাহুল আর শ্রেয়াস। ভারতের মিডল অর্ডারের কাণ্ডারি যাদের ভাবা হচ্ছে, সেই তারা এখন পর্যন্ত রয়েছেন অনিশ্চয়তায়। ফলত, টিম ম্যানেজমেন্টের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। 

ঘরের মাটিতে বিশ্বকাপ। ফেবারিটের তকমা, সাথে সমর্থকদের প্রত্যাশার অসম চাপ। কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপের সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নামতে পারেনি টিম ইন্ডিয়া। 

ইনজুরির কারণে এখনও বিশ্বকাপ খেলার পথে আশা নিরাশার দোলাচলে রয়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য লোকেশ রাহুল আর শ্রেয়াস। ভারতের মিডল অর্ডারের কাণ্ডারি যাদের ভাবা হচ্ছে, সেই তারা এখন পর্যন্ত রয়েছেন অনিশ্চয়তায়। ফলত, টিম ম্যানেজমেন্টের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। 

ভারতের হয়ে ৫ নম্বর পজিশনটায় থিতুই হয়ে উঠেছিলেন লোকেশ রাহুল। আসন্ন বিশ্বকাপেও তাঁকে এই পজিশনের জন্যই বিবেচনা করা হচ্ছে। কিন্তু আইপিএল চলাকালীন ইনজুরিতে পড়লেন, এরপর প্রত্যাবর্তনের গল্পটাই লিখতে পারলেন না। শঙ্কা আছে, এশিয়া কাপে তাঁকে পাওয়া নিয়েও। 

লোকেশ রাহুলের মতো একই দশা শ্রেয়াস আইয়ারেরও। ইনজুরির কারণে এবারের আইপিএলের পুরো আসরটায় মাঠের বাইরে ছিলেন। কিন্তু এখন পর্যন্ত ফিরতে পারেননি। রাহুলের মতো তিনিও এশিয়া কাপে খেলতে পারবেন কিনা, তা নিয়েও রয়েছে শঙ্কা। 

রাহুল আর আইয়ারের পরিবর্তে অবশ্য রিপ্লেসমেন্ট হিসেবে বিবেচনায় রয়েছেন সাঞ্জু স্যামসন আর সুরিয়াকুমার যাদব। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের ছন্দটা ঠিক এখন পর্যন্ত একদিনের ক্রিকেটে টেনে আনতে পারছেন না সুরিয়া। একই সাথে, এখন পর্যন্ত ভারতের একাদশে তাঁর ব্যাটিং পজিশনটাই ধ্রুব হয়ে ওঠেনি। একদিন ছয়ে খেলছেন, তো আরেকদিন সাতে। এখন পর্যন্ত পূর্বাভাস যা, ভারতের টিম ম্যানেজমেন্ট তাঁকে আপাতত ছয়েই বিবেচনা করছে। 

কিন্তু লোকেশ রাহুলের জায়গা নিতে হলে দুটো ক্রাইটেরিয়া পার করে আসতে হবে। প্রথমত, মিডল অর্ডারে দায়িত্বশীল ব্যাটিং করার সক্ষমতা থাকতে হবে। দ্বিতীয়ত, তাঁকে উইকেটরক্ষক হতে হবে। এই দুই চাওয়ায় আপাতত রাডারে রয়েছে সাঞ্জু স্যামসনই।  

তবে প্রশ্ন উঠতেই পারে, শেষ পর্যন্ত রাহুল আর আইয়ার, দুজনই যদি বিশ্বকাপে খেলার মতো ফিট না হন, তখন ভারতের রণকৌশল কী হবে? এমন সম্ভাব্য শঙ্কায় অবশ্য ভারত বিকল্প ভাবনাও এঁটে রেখেছে। 

আর সেই ভাবনায় খুব সম্ভবত নিজের তিন নম্বর পজিশন ছেড়ে দিতে হতে পারে বিরাট কোহলিকে। কারণ লোকেশ রাহুলের রিপ্লেসমেন্টে তাঁর জায়গায় ব্যাটার না নামিয়ে ইশাণ কিষানকে ওপেনিংয়ে বাজিয়ে দেখতে পারে। সে ক্ষেত্রে নিয়মিত ওপেনিংয়ে ব্যাট করা শুভমান গিল নেমে যেতে পারেন তিনে। 

অবশ্য ভারতীয় এ ব্যাটার এই পজিশনেই এ বছরে দারুণ সফল। তাই তাঁকে নিয়ে এমন ভিন্ন এক্সপেরিমেন্ট নাও করতে পারে টিম ইন্ডিয়া। কারণ বিশ্বকাপের মঞ্চে একাদশে থাকা ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যের পজিশনেই খেলাতে চাইবে টিম ম্যানেজমেন্ট। 

তবে রাহুল, আইয়ার দুজনই বিশ্বকাপ থেকে ছিটকে গেলে ভারতের সে পরিকল্পনার ব্যত্যয় ঘটতে পারে। বিরাট কোহলি তিন থেকে চারে নেমে যেতে পারেন। যদিও এই পজিশনেই তিনি ১০৭৭৭ রান করেছেন। সেক্ষেত্রে ভারতও চাইবে কোহলিকে তাঁর প্রিয় পজিশনেই খেলাতে।

অবশ্য লোকেশ রাহুল আর শ্রেয়াস আইয়ার ইনজুরি থেকে ফিরলেই আর কোনো সমস্যা থাকছে না।  টিম কম্বিনেশনের বিকল্প এসব হিসেবও কষতে হবে না ভারতের টিম ম্যানেজম্যান্টকে। ভারত বিশ্বকাপের মঞ্চে খেলতে পারবে তাদের সেরা একাদশ নিয়েই। 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...