মেসির শ্রেষ্ঠত্বের পথের পথিক লামিন

যেখানে মেসি এই বয়সে তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেছিলেন, সেখানে ইয়ামাল ইতোমধ্যেই অভিজ্ঞ খেলোয়াড়।

বার্সেলোনায় লিওনেল মেসির মহত্ত্ব ভবিষ্যতে হয়তো কখনোই ছোঁয়া যাবে না। ১৫ বছরেরও বেশি সময় ধরে তিনি ক্লাবটির জন্য নিবেদিতভাবে খেলেছেন এবং মাঠে সব সময় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মাত্র ১৭ বছর, ৪ মাস, ৩ দিন বয়সে তার মূল দলের হয়ে যাত্রা শুরু হয়েছিল, যখন লা লিগায় এস্পানিওলের বিপক্ষে অভিষেক হয় তার।

এখন, ঠিক সেই একই বয়সে লামিন ইয়ামালও পৌঁছে গেছেন, একই স্টেডিয়ামে এস্পানিওলকে হারিয়েছেন। কিন্তু যেখানে মেসি এই বয়সে তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেছিলেন, সেখানে ইয়ামাল ইতোমধ্যেই অভিজ্ঞ খেলোয়াড়।

মাত্র ১৫ বছর ৯ মাস বয়সে ইয়ামাল বার্সেলোনার হয়ে রিয়াল বেটিসের বিপক্ষে অভিষেক করেন এবং তারপর থেকে তিনি ক্রমাগত উন্নতি করে চলেছেন। তার নামের পাশে থাকা রেকর্ডগুলো সত্যিই প্রশংসনীয়—বার্সেলোনার সর্বকনিষ্ঠ গোলদাতা তিনি, পাশাপাশি লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপে সর্বকনিষ্ঠ গোলদাতার খেতাবও অর্জন করেছেন।

চ্যাম্পিয়ন্স লিগে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা এবং মাত্র ১৭ বছর ১০৫ দিনে এল ক্লাসিকোতে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে ইতিহাস গড়েছেন। যেখানে মেসি এই বয়সে তার ক্যারিয়ার শুরু করেছিলেন, সেখানে ইয়ামাল ইতোমধ্যে বার্সেলোনার হয়ে ৮৩টি ম্যাচে অংশ নিয়েছেন, ১৩টি গোল করেছেন এবং ১৭টি অ্যাসিস্ট করেছেন। তিনি কোপা ট্রফি এবং লা লিগার প্লেয়ার অফ দ্য মান্থের পুরস্কারও জিতেছেন।

ক্লাব পর্যায়ের বাইরে আন্তর্জাতিক স্তরেও তিনি নিজের নাম উজ্জ্বল করেছেন। ইতোমধ্যে স্পেন জাতীয় দলের হয়ে ইউরো ২০২৪ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছেন। স্পেনের হয়ে তার তিনটি গোল ও আটটি অ্যাসিস্ট রয়েছে এবং লুইস দে লা ফুয়েন্তের অধীনে তিনি নিয়মিত শুরুর একাদশে আছেন।

মাত্র ১৭ বছর,৩ মাস, ২২ দিনে ইয়ামালের সাফল্য চমকপ্রদ এবং তার পথ চলা এখনও কেবল মাত্র শুরু। আমরা আশা করতেই পারি যে, লামিন হতে যাচ্ছে সামনের বড় তারকাদের মধ্যে একজন।

Share via
Copy link