তারুণ্যে ভরসা রেখে আসছে লঙ্কা

নিয়মিত অধিনায়ক দ্বিমুথ করুনারত্নে সহ এই সিরিজে আসছেন না অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, নুয়ান প্রদীপ ও সুরঙ্গা লাকমাল এবং ম্যাচ ফিটনেস না থাকার কারণে বাদ পড়েছেন ওপেনার আভিস্কা ফার্নান্দো।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কুশাল পেরেরাকে অধিনায়ক করে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই সিরিজের দলে নেই শ্রীলঙ্কার সদ্য সাবেক হওয়া ওয়ানডে অধিনায়ক দ্বিমুথ করুনারত্নে সহ এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার।

করুনারত্নে সহ এই সিরিজে আসছেন না অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, নুয়ান প্রদীপ ও সুরঙ্গা লাকমাল এবং ম্যাচ ফিটনেস না থাকার কারণে বাদ পড়েছেন ওপেনার আভিস্কা ফার্নান্দো।

প্রথমবারের মত ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন চামিকা করুনারত্নে ও শিরান ফার্নান্দো এবং দলে ফিরেছেন ইসুরু উদানা ও ধনঞ্জয়া ডি সিলভা।

আগামী ১৬ মে ঢাকায় আসবে শ্রীলঙ্কা। এরপর তিন দিনের কোয়ারেন্টাইন শেষে দুই দিন অনুশীলন করার পর ২১ মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সিরিজের এক মাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। প্রস্তুতি ম্যাচ শেষে আবার দুই দিন অনুশীলন করবে শ্রীলঙ্কা।

এরপর ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ১ টায়।

এই সিরিজের প্রস্তুতি নিতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা গত দুই মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে। পাঁচ মে পর্যন্ত অনুশীলন করার পর এক দিন বিশ্রাম শেষে সাত মে থেকে নয় মে পর্যন্ত আবার তিন দিন অনুশীলন করার পর দশ মে থেকে ঈদের ছুটিতে গিয়েছেন ক্রিকেটাররা। ছুটি শেষে ১৭ মে থেকে আবার অনুশীলনে ফিরবেন মুশফিক তামিমরা।

টেস্ট সিরিজ শেষে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ দল দেশে ফিরেছে চার মে। প্রথম তিন দিনের অনুশীলনে সবাই না থাকলেও শেষের তিন দিনের অনুশীলনে যোগ দিয়েছিলেন প্রাথমিক দলে থাকা সব ক্রিকেটাররা। ভারত থেকে দেশে এসে কোয়ারেন্টাইনে থাকার কারণে শুধু ছিলেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য গত এক মে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছুটি শেষে চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

  • শ্রীলঙ্কার ১৮ সদস্যের স্কোয়াড: কুশাল পেরেরা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (সহ অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, লাকসান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমান্তা চামিরা, আকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...