মেসির বিদায়: কী বললেন লাপোর্তা!

সবাইকে শুভ সকাল। গতকালকের পর সকলেই ঘটনা জানেন। আমি এখানে এসেছি মেসির সাথে আমাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত বলতে।

প্রথমেই আমি বলে নিতে চাই, আমাদের অবস্থা খুবই বাজে। গত মৌসুম থেকে আমরা যে পরিমাণ অর্থ পেতেছি তা একদমই নগণ্য। ক্লাবের মোট আয়ের ১১০% শুধু খেলোয়াড়দেরই বেতন। বর্তমানে খেলোয়াড়দের বেতন দেওয়ার কোনো লিমিট নেই। লা লিগা ফিনানশিয়াল ফেয়ার প্লের নিয়ম অনুযায়ী চলে এবং তাদের নিজেদের মধ্যে এত টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।

আমরা (নতুন নির্বাচিত বোর্ড) যখন প্রথম এই চেয়ারে বসি তখন আমাদের প্রথম কাজ ছিল বার্সেলোনার অডিট ও পরিসংখ্যান নিয়ে বসা। সেখানে বসে আমরা যে পরিকল্পনা করেছিলাম এবং পরিসংখ্যান থেকে যে পরিমাণ অর্থ পাবো ভেবেছিলাম, তার কোনোটাই হয়নি। বরং আমাদের আশার থেকেও বেশ বাজে অবস্থা আমাদের।

আর সেখান থেকেই আমাদের লসের পরিমাণ বেড়েছে আর লসের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে ক্লাবের দেনাও বেড়েছে। যে কারণে আমরা আগে যেসব চুক্তি করেছিলাম, সেগুলো উল্টো আমাদের উপর বোঝা হয়ে এসেছে। বর্তমান অবস্থা অনুযায়ী আমাদের খেলোয়াড়দের বেতনে কোন লাগাম নেই। যা ফেয়ার প্লের ভেতরে থেকে আর সামলানো সম্ভব না।

মেসিকে লা লিগার জন্য রেজিস্টার করতে হলে ক্লাবকে একটা চুক্তিতে সাক্ষর করতে হতো। যে চুক্তি আমাদের এখন হয়তো সাহায্য করতে পারে, কিন্তু তার মাশুল এই ক্লাবকে দিতে হবে আগামী ৫০ বছর। ৫০ বছর টিভি রাইটসের উপর থেকে আমাদের অধিকার চলে যাবে। আমি এখনকার পরিস্থিতি সামাল দিতে গিয়ে ক্লাবকে আগামী ৫০ বছরের জন্য ক্ষতির মুখে ফেলে দিতে পারি না। ১০০ বছরের উপর এই ক্লাবের বয়স, দিনশেষে এই ক্লাব আমাদের সবার ও সবকিছুর উপরে, এমনকি সেটা বিশ্বের সেরা খেলোয়াড়ের জন্যও।

মেসি বার্সেলোনায় থাকতে চেয়েছে। আমরাও তাকে ধরে রাখতে চেয়েছি। কিন্তু সকলপ্রকার কথাবার্তা চলার মাঝে একটা সময় আসে, যখন আপনিও কথা বলতে বলতে বুঝতে পারেন, এর থেকে বেশি যাওয়ার আর সম্ভব নয়। চেকবুকের দিকে তাকাতে হয়, ক্লাবের অবস্থা ভাবতে হয়। লা লিগাতে আমরা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলি। আমি মেসিকে ধন্যবাদ দিতে চাই এবং সকল মানুষকে যারা দুই পক্ষের সমঝোতায় ভূমিকা রেখেছেন।  আমাকে যদি জিজ্ঞাসা করেন, তবে আমি বলবো আমি খুবই মর্মাহত। আমরা সবকিছুই করেছিলাম মেসিকে রাখার এবং সেও বার্সায় থাকার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু সেড়া সম্ভব হয়নি। আমি মনে করি আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা বার্সার ভালোর জন্যই।

লিও আমাদের ইতিহাসের অংশ, আমাদের ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড় সে। সে আমাদের নতুন একটা যুগের সূচনা ছিল এবং সেটা শেষও হচ্ছে আজকে। আজ থেকে বার্সেলোনার নতুন যুগ শুরু।

মেসি আমাদের জন্য কাজটা সহজও করে দিয়েছিল। তাকে আমরা ২ বছরের স্যালারি ৫ বছরে পে করতাম। আমরা ভেবেছিলাম এভাবে হয়তো আমরা কাটিয়ে যেতে পারবো, লা লিগার রুলস পার করে যেতে পারবো। কিন্তু সেটা লা লিগার নিয়মে ছিল না। আমাদের পরিকল্পনা ছিল এই দুইবছর পর বার্সেলোনায় মেসি-পরবর্তী যুগের শুরু হবে। কিন্তু আমাদের সেটা দুই বছর এগিয়ে আনতে হলো।

প্রশ্ন: অন্যান্য খেলোয়াড়রা কি এখনও পে-কাট নেননি?

লাপোর্তা: আমাদের বেতনাদির অবস্থা খুব একটা সুবিধার নয়, ২৫ মিলিয়ন বাঁচাতে চাইলে ১০০ মিলিয়ন খরচ করবার মতন অবস্থা। কিছু খেলোয়াড়দের সাথে চুক্তি করেছি, অন্যদের সাথে কাজ করছি। এটি সহজ কোনো কাজ নয়। কিছু খেলোয়াড় ইতোমধ্যেই বেতন কমানোতে রাজি হয়েছে। আমাদের এখন কিছু রিস্কি সিদ্ধান্ত নিতে হবে, তাই কোনো কিছুরই গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। এটা ক্লাবের জন্য বেশ বাজে একটা সময় এবং আমাদের সবচেতে বেশি যেটা দরকার সেটা হলো সময়।

কেউ কেউ জিজ্ঞাস করেছে কীভাবে এই অবস্থায় আগুয়েরো- ডিপাই-এমারসনকে এনেছি আমরা? আমি তাদের বলতে চাই সবার মানসিকতা এক নয়। তারা কিছু শর্ত মেনে নিয়েছে বলেই আজ এই জার্সি তাদের গায়ে চড়েছে।

আমরা কোভিডের কারণে যেভাবে তাকে বিদায় দিতে চেয়েছিলাম, সেভাবে আর তাকে বিদায় দেওয়া সম্ভব হচ্ছে না। পরিস্থিতি তা সম্ভব করে তুলছে না। তবে আমরা সবাই চাই মেসি-পরবর্তী যুগ সফল হোক, এবং আমি নিশ্চিত যে এটি হবে। আমরা আগের চেয়ে অনেক বেশি অনুপ্রাণিত।

প্রশ্ন: নির্বাচন জিতলে মেসিকে দলে রাখবেন বলে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন তার জন্য আপনি কি দায়ী মনে করেন?

না, না আমি মনে করি না। আমি বেশ কয়েকবার বলেছি যে মেসিকে রাখার সর্বোচ্চ চেষ্টা আমরা করবো। আমরা একটি চুক্তিতেও পৌঁছেছিলাম কিন্তু অর্থনৈতিক পরিস্থিতির কারণে আনুষ্ঠানিক করতে পারিনি তা। আমরা ভেবেছিলাম যে লা লিগা তাদের নিয়মের ব্যাপারে আরেকটু ছাড় দিবে। কিন্তু তা হয়নি তাই তাকে ধরে রাখাও সম্ভব হয়নি।

প্রশ্ন: আপনি শেষ কখন মেসির সাথে কথা বলেছিলেন এবং তাঁকে বলেছিলেন তাকে রাখা আর সম্ভব হচ্ছে না?

দুই দিন আগে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে আমাদের বলতে হবে, ‘তোমাকে আর রাখা সম্ভব হচ্ছে না।’ এবং সেটা আমি তার বাবার কাছে বলেছিলাম।

প্রশ্ন: মেসি ছাড়া এখন কি অবস্থা?

আমরা সবাই  মিলেই সমাধান খুঁজছি। মেসিকে ছাড়াও আমাদের বেতনের লিমিট পার হয়ে যাচ্ছে। তা আমাদের আগামী কয়েকদিনের মধ্যেই ঠিক করতে হবে। তবে সেটা সম্ভব হয়ে যাবে।

লা লিগাও নিজেদের লিগে মেসি চায়, আমি জানি তারা চায়। কিন্তু দিনশেষে ক্লাব একটা নিয়মের মধ্যে চলে। সেই নিয়মে আমাদের সাথে আরো ১৯টা দল রয়েছে। সেটা আমাদের মানতেই হবে। মেসি থাকতে চেয়েছিলেন, আমরা রাখতে চেয়েছিলাম, কিন্তু নিয়মের বাইরে গিয়ে তো আর কোনোকিছুই সম্ভব নয়, তাই হচ্ছেও না। সে যেখানেই যাক না কেন আমি তার মঙ্গল কামনা করি। বার্সা আজীবনই তাঁর নিজের বাড়ি হয়ে থাকবে।

প্রশ্ন: মেসি যদি বার্সেলোনা ছাড়া অন্য কোন বিড গ্রহণ না করে তাহলে কি হবে?

সেটা আপনার লিওকে জিজ্ঞাসা করতে হবে, আমাকে নয়। ও বিশ্বের সেরা খেলোয়াড়, ওর টেবিলে অবশ্যই এর মধ্যে অফার চলে এসেছে। সে সেখান থেকে কোনো একটা হয়তো গ্রহণ করবে। কিন্তু আমাদের পক্ষে আর তাঁকে রাখা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link