পাকিস্তানের টি-টোয়েন্টি দলে এখন ওপেনারদের মিলন মেলা বসেছে। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান তো আগে থেকেই এই সংস্করণে ইনিংস উদ্বোধন করেন; সম্প্রতি সাইম আইয়ুব যোগ দিয়েছেন তাঁদের সঙ্গে। ফলে আরেক ওপেনার ফখর জামানকে জায়গা ছেড়ে দিতে হয়েছে, তিনি এখন পুরোদস্তুর মিডল অর্ডার ব্যাটার বনে গিয়েছেন।
তবে এই ব্যাপার নিয়ে কোন দুশ্চিন্তা নেই তাঁর মাঝে; এই ব্যাটার নিজেও স্যাক্রিফাইসের কিছুও দেখছেন না এতে। তিনি বলেন, ‘আমি এটাকে স্যাক্রিফাইস হিসেবে দেখি না। যদি টিম ম্যানেজমেন্ট আমাকে ওপেনিং পজিশনের জন্য যোগ্য মনে না করে, তাঁরা যদি বিশ্বাস করে আমি নিচের দিকে ব্যাটিং করে ম্যাচ জেতাতে পারব তাহলে তাই হবে।’
এই বাঁ-হাতি ঘরোয়া ক্রিকেট এবং প্রায় সব ধরনের টি-টোয়েন্টি লিগে ওপেনার হিসেবে খেলেন। পাওয়ার প্লের সর্বোচ্চ সুবিধা আদায় করতে তাঁর জুড়ি মেলা ভার। তবে টিম ম্যানেজমেন্টের ইচ্ছে অনুযায়ী যেকোনো ভূমিকায় খেলতে প্রস্তুত তিনি। সেটারই প্রমাণ দিয়েছেন সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
চার নম্বরে খেলে ১২৬ রান করেছেন এই হার্ডহিটার, ব্যাটিং গড় ২৫.২০ আর স্ট্রাইক রেট ১৬৫.৭৮। পাক ব্যাটারদের ব্যর্থতাময় এই সিরিজে এমন পরিসংখ্যান নিঃসন্দেহে প্রশংসনীয়। তাই তো আশা করা যায়, মাঝের ওভারগুলোতে রান তোলার যে দায়িত্ব তাঁকে দেয়া হয়েছে সেটা ভালভাবেই পালন করতে পারবেন তিনি।
আপাতত ফখর জামানের সামনে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। লাহোর কালান্দার্সের হয়ে ঘরোয়া অঙ্গনের সবচেয়ে জমকালো টুর্নামেন্টে খেলবেন তিনি। দেখার বিষয়, অন্যান্য বারের মত এবারও ওপেনিংয়ে ব্যাট করতে নামবেন তিনি নাকি জাতীয় দলের মত এখানেও মিডল অর্ডার ব্যাটার হিসেবে খেলবেন।