পেলের সাথে ফিরলেন মেসি

মেসি যখন ওয়ার্ম আপ করতে মাঠে নামেন তখন চোখ চলে যায় তাঁর পরা টি-শার্টে। টি-শার্টে ছিল সদ্য প্রয়াত কিংবদন্তি ফুটবলার পেলের ছবি। পেলের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর স্মরণে বানানো এ টি-শার্ট পরে গা গরম করতে দেখা যায় মেসিকে। একই টি-শার্ট পরেছিলেন নেইমারও। 

কাতার বিশ্বকাপে দুর্দান্ত এক সময় কাটিয়েছেন লিওনেল মেসি। বিবর্ণতায় শুরু হলেও শেষ হাসিটা হেসেছেন তিনিই। ৩৬ বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোয় তাই ২০২২ এর শেষটা এক প্রকার উৎসবের মাঝেই কাটিয়েছেন দ্য এল এম টেন। তবে মাঠের মেসিকে তো সেই মাঠেই ফিরতে হবে। কিছুটা বিরতি নিয়ে অবশেষে আবারো ফুটবলে ফিরলেন মেসি।

বিশ্বকাপ জিতে পিএসজিতে ফেরার পর কাল রাতে প্রথম মাঠে নেমেছিলেন তিনি। আগেই জানতেন, বিশ্বকাপ জেতার পর তাঁকে মাঠে সংবর্ধনা দেবে না পিএসজি। তবে পার্ক দে প্রিন্সেস মাঠের স্পিকারে শুরুর লাইনআপে মেসির নাম বাজতেই মাঠে থাকা দর্শকরা উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেয় তাঁকে।

মেসি মাঠে নামলেন। স্বভাব সুলভ পাস দিলেন, ড্রিবল করলেন। ঠিক গত বছর যেখান থেকে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন। ম্যাচের ৭২ মিনিটে নিজে একটি গোলও পেয়ে গেলেন।  বছরের প্রথম গোল। সাথে একটি কীর্তিও গড়া হয়ে গেল তাঁর। ২০০৫ সাল থেকে প্রতিবছরই লিগে অন্তত একটি গোলের কীর্তি গড়লেন আর্জেন্টাইন এ তারকা।

মেসির গোলের দিনে অঁজের বিপক্ষে পিএসজিও ২-০ ব্যবধানের সহজ জয় পেয়েছে। পিএসজির এ দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন নর্দি মুকিয়েলে। ম্যাচের পঞ্চম মিনিটে তাঁর ক্রস থেকে প্রথম গোলটি এনে দেন একিতেকে। আর ৭২ মিনিটে মুকিয়েলের পাস থেকে মৌসুমের ১৩তম ক্লাব গোল করেন মেসি। যদিও প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেওয়া হয়েছিল। পরে অবশ্য ভিএআরের মাধ্যমে দেখা যায়, গোলটি বৈধ।

মেসি মাঠে নামবেন, গোল করবেন, জিতবেন- এমন দৃশ্য তো চোখ সয়ে যাওয়ার মতো। তবে এ ম্যাচের আগে চোখ আঁটকে গিয়েছিল অন্য একটি দৃশ্যে। মেসি যখন ওয়ার্ম আপ করতে মাঠে নামেন তখন চোখ চলে যায় তাঁর পরা টি-শার্টে। টি-শার্টে ছিল সদ্য প্রয়াত কিংবদন্তি ফুটবলার পেলের ছবি। পেলের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর স্মরণে বানানো এ টি-শার্ট পরে গা গরম করতে দেখা যায় মেসিকে। একই টি-শার্ট পরেছিলেন নেইমারও।

বিশ্বকাপের পর পিএসজির হয়ে প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি মেসি। লাল কার্ডের কারণে আগের দুই ম্যাচ খেলতে পারেননি নেইমারও। আবার নিউইয়র্কে ছুটি কাটানোর কারণে শেষ দুই ম্যাচ খেলেননি কিলিয়ান এমবাপ্পী। তাই বিশ্বকাপের পরে এখন পর্যন্ত এমবাপ্পে, নেইমার, মেসি ত্রয়ীকে একসাথে মাঠে দেখা যায়নি। তারপরও ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে এখন পর্যন্ত শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে লেঁস।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...