আর্জেন্টিনাকে বিদায় বলছেন স্ক্যালোনি

২০২৪ কোপা আমেরিকাই হবে আর্জেন্টিনার হয়ে স্কালোনির শেষ টুর্নামেন্ট। জাতীয় দলের কোচিং ছেড়ে এরপর আর্জেন্টাইন এ কোচ ক্লাব ফুটবলের দিকে নজর দিবেন। এমনটাই জানাচ্ছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো।

আর্জেন্টিনার ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার ২৭ বছরের শিরোপাখরা কিংবা ৩৬ বছর ধরে বিশ্বকাপ না জেতার আক্ষেপ- দুটোই ঘুচেছিল এ কোচের কল্যাণে। ২০১৮ সালের আগস্ট মাসে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর ৫ বছরের ব্যবধানে আলবিসেলেস্তাদের যেন সর্বজয়ী কোচ হয়ে উঠেছিলেন তিনি।

তবে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ জয়ের পরই একরকম চমক দিয়েই লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন, আর্জেন্টিনার কোচের পদ ছাড়তে পারেন তিনি। সে সময় সুস্পষ্ট কোনো কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছিল, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে স্কালোনির দূরত্ব রয়েছে। আর সে কারণেই তিনি আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব ছাড়তে চান।

এমনকি ২০২৪ কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানেও যেতে আপত্তি জানান স্কালোনি। আর এতেই সমর্থকদের মনে জাগা প্রশ্ন শঙ্কায় রূপ নেয়, আর্জেন্টিনার হয়ে স্কালোনি অধ্যায় বোধহয় শেষ হতে চলেছে। তবে নতুন খবর বলছে, ২০২৪ কোপা আমেরিকাই হবে আর্জেন্টিনার হয়ে স্কালোনির শেষ টুর্নামেন্ট।

জাতীয় দলের কোচিং ছেড়ে এরপর আর্জেন্টাইন এ কোচ ক্লাব ফুটবলের দিকে নজর দিবেন। এমনটাই জানাচ্ছে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো। মূলত লিও পারাদিজো নামের এক সাংবাদিকই এ খবরটি নিশ্চিত করেছেন।

এ দিকে আর্জেন্টিনার দুই সংবাদমাধ্যম ক্লারিন ও টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, সিদ্ধান্ত পাল্টে কোপা আমেরিকার ড্রয়ে যেতে রাজি হয়েছেন স্কালোনি।আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে হবে কোপা আমেরিকা।

ফুটবলের প্রাচীনতম এই টুর্নামেন্টে এবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের সঙ্গে থাকবে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের আরো ৬ দল। ১৬ দলের এই আসরের ড্র হবে আগামী ৭ ডিসেম্বর। সব কিছু ঠিক থাকলে লিওনেল স্কালোনিও সেই ড্রয়ের অংশ হবেন।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...