বিরল লিটন বর্ণিল হতে পারলেন কোথায়!

তাদের মধ্যে লিটন প্রথম অধিনায়ক, যিনি পুরো ম্যাচ উইকেট কিপিং করে নেমেছেন ওপেনিংয়ে।

বৃষ্টি বাঁধা হয়ে না হলে বাংলাদেশের সম্ভবত প্রতিটা ম্যাচেই হয় রেকর্ড। এই যেমন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টেই হয়েছে বেশ বিরল কিছু রেকর্ড। প্রথমটি, হাসান মাহমুদের ম্যানকাড। দ্বিতীয়টিতে যুক্ত আছেন লিটন কুমার দাস।

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত অধিনায়কদের একজন হিসেবেই লম্বা সময় ধরে বিবেচিত হয়ে আসছেন লিটন কুমার দাস। সেই ধারাবাহিকতায় বেশ কিছু ম্যাচে অধিনায়কত্বের ব্যাটনটা তার হাতেই ছিল। তবে নিজের অধিনায়কত্বের সপ্তম ওয়ানডে ম্যাচে লিটন হলেন প্রথম। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লিটন সহ আরও তিনজন উইকেটরক্ষক হয়েছিলেন অধিনায়ক।

তাদের মধ্যে লিটন প্রথম অধিনায়ক, যিনি পুরো ম্যাচ উইকেট কিপিং করে নেমেছেন ওপেনিংয়ে। এর আগে খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহিমরা উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি অধিনায়কের দায়িত্বও সামলেছেন নিজেদের ক্যারিয়ারে। তবে তারা কেউই ছিলেন না ওপেনার। প্রত্যেকেই ব্যাটিং অর্ডারের একটু নিচের দিকে ব্যাটিং করেছেন।

কিন্তু একজন উইকেটরক্ষক হওয়া ছাড়াও লিটন একজন চিরায়ত ওপেনার। এর আগে আরও ছয়টি ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করেছেন লিটন। যার একটি ম্যাচ হয়েছে বৃষ্টির কারণে পরিত্যাক্ত। সেই ম্যাচটি ছাড়া প্রতিটি ম্যাচেই ওপেনিংয়ে নেমেছেন লিটন। তবে সেসব ম্যাচে তিনি উইকেটকিপিং করেননি।

সাধারণত মুশফিকুর রহিমই উইকেটের পেছনে দস্তানা হাতে সেই দায়িত্ব পালন করে থাকেন। তাছাড়া লিটন টি-টোয়েন্টিতে উইকেটরক্ষক থাকা অবস্থায় কিপিং করেননি এর আগে। একটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি। সেই ম্যাচে অবশ্য তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। আর টেস্ট ক্রিকেটে লিটনের ব্যাটিং পজিশন লোয়ার মিডেলে। তাই সেদিক থেকেও তিনি অধিনায়ক ও উইকেটরক্ষণের দায়িত্ব পালন করবার পরও ওপেনিং করা হয়নি।

এবারই প্রথম। নুরুল হাসান সোহানও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। টি-টোয়েন্টি ম্যাচে উইকেট রক্ষক হিসেবে তিনি থাকলেও স্বভাবজাতভাবে তিনি লোয়ার মিডেল অর্ডার ব্যাটার। তাইতো এমন বিচিত্র এক রেকর্ডের মালিক এখন লিটন। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পূর্ণ ৫০ ওভারই উইকেটের পেছনে কর্তব্য পালন করেছেন লিটন।

৪৯.২ ওভার পর্যন্ত উইকেট কিপিং করে ২৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন লিটন দাস। নতুন বলে মিরপুরের এদিনের উইকেটে বেশ মুভমেন্ট ছিল। সেই মুভমেন্ট সামাল দেওয়াটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটারদের জন্যেও। লিটন তবে বেশিক্ষণ সামাল দিতে পারেননি ট্রেন্ট বোল্ট ও কাইল জেমিসনকে।

ব্যক্তিগত ৬ রানের মাথায় জেমিসনের উইকেটে পরিণত হতে হয় তাকে। ডিপ থার্ড ম্যান অঞ্চলে খেলা আপারকাট জমা পড়ে রাচিন রবীন্দ্রের তালুতে। তাতে ১৬ বল খেলেই প্যাভিলনে হাটতে হয় লিটনকে। বিরল আর বিচিত্র রেকর্ডটিকে তাই বর্ণিল করতে ব্যর্থ হন লিটন কুমার দাস। প্রথম উইকেটরক্ষক অধিনায়ক হয়ে ওপেনিংয়ে ব্যর্থ হয়েই ফিরলেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...