গল টাইটান্সে সাকিবের সঙ্গী লিটন

সাকিব আল হাসানই হচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক - দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের মন ভালো করার জন্য এই একটা খবরই বোধহয় যথেষ্ট ছিল।

সাকিব আল হাসানই হচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক – দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের মন ভালো করার জন্য এই একটা খবরই বোধহয় যথেষ্ট ছিল। তাই তো সেই খবর পেয়েই উচ্ছ্বসিত পুরো ক্রিকেট পাড়া।

তবে আনন্দের দিনে আরো একটি আনন্দের উপলক্ষ ভেসে এসেছে, লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাক পেয়েছেন লিটন দাস। সাকিব আল হাসানের দল গল টাইটান্স দলে ভিড়িয়েছে লিটন দাসকে।

টুর্নামেন্টের বাকি অংশের জন্য বাংলাদেশি এই ওপেনারকে স্কোয়াডে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি। সাকিব ছাড়াও এই দলে লিটনের সতীর্থ হিসেবে রয়েছেন স্বদেশী মোহাম্মদ মিঠুন। অর্থাৎ একই সাথে এক দলে লাল-সবুজের তিন প্রতিনিধিকে দেখতে যাচ্ছে ভক্ত-সমর্থকেরা।

গুঞ্জন রয়েছে, গল টাইটান্সের নিয়মিত ওপেনার এবং উইকেটরক্ষক টিম সেইফার্ট হয়তো এলপিএলে আর খেলতে পারবেন না। তাঁর বদলি হিসেবেই সম্ভবত ডাক পেয়েছেন বাংলাদেশের লিটন। এছাড়া সংশয় রয়েছে ভানুকা রাজাপাকসে ও চাঁদ বাউসকে নিয়েও; তাই ব্যাটিং অর্ডারে লিটনের মত বড় নাম প্রয়োজন ছিল দাসুন শানাকাদের।

সবকিছু ঠিক থাকলে আগামীকালই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবেন লিটন দাস। এরপরই গল টাইটান্সের শিবিরে একসাথে দেখা যাবে তিন বাংলাদেশীকে; বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের প্রেক্ষাপটে এমন দৃশ্য বেশ বিরল। এর আগে ২০১৭ সালে পেশওয়ার জালমির হয়ে তিন টাইগার ক্রিকেটার খেলেছিলেন।

সাকিব আল হাসান আর তামিম ইকবালের পাশাপাশি সেই দলে ছিলেন সাব্বির রহমান। যদিও একসাথে খেলা হয়নি তাঁদের; মূলত আঙুলের ইনজুরিতে সাকিব ছিটকে যাওয়ায় তখনকার তরুণ সেনসেশন সাব্বিরকে দলে নিয়েছিল পেশওয়ার। অর্ধ যুগ পর আবারো বিদেশী লিগে একই জার্সিতে খেলবেন তিন বাংলাদেশি, তবে এবার একই ম্যাচে না নামলেও অন্তত ড্রেসিংরুমে একসাথেই থাকবেন তাঁরা নাকি তিনজন।

সাকিব, লিটনদের মতই শ্রীলঙ্কার লিগটিতে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয় আর শরিফুল ইসলামের মত তরুণরাও। আসন্ন এশিয়া কাপের বড় অংশ অনুষ্ঠিত হবে এই শ্রীলঙ্কাতে। এর ঠিক আগে এতজন বাংলাদেশী এলপিএলে খেলার সুযোগ পাওয়াটা নিশ্চিতভাবেই তাঁদেরকে এশিয়ান মঞ্চে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করবে।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খুব একটা ভাল করতে পারেননি লিটন দাস; যদিও ওখানকার মরা পিচে প্রায় সব ব্যাটসম্যানই সংগ্রাম করেছেন রান করতে। এখন লঙ্কার তুলনামূলক ব্যাটিং বান্ধব পিচে কেমন করেন লিটন সেদিকে কড়া নজর থাকবে পুরো বাংলাদেশের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...