মারুফাই এখন বাংলাদেশের মধ্যমণি

জীবনটা বৈচিত্র‍্যময়। সিনেমার থেকেও কম কিছু নয়। মারুফার জীবনটাও তো ঠিক তেমনই।

একটা ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের নারী ক্রিকেট দল। প্রথমবারের মত ভারতের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। আর সেই সিরিজ জয়ের প্রধান অস্ত্র হতে পারেন মারুফা আক্তার। নারী পেস আক্রমণের প্রধান সেনানী এখন তো তিনি।

জীবনটা বৈচিত্র‍্যময়। সিনেমার থেকেও কম কিছু নয়। মারুফার জীবনটাও তো ঠিক তেমনই। বাংলার কাদামাটি গা মেখেই তিনি নিজেকে গড়েছেন। বাবার সাথে ধানের ক্ষেতে হাল দিতে দিতে আজ তিনি গোটা দেশের প্রতিনিধি। গোটা দেশটাকে স্বপ্ন দেখাচ্ছেন। অবহেলিত নারী ক্রিকেট দলকে ক্রমশ নিয়ে আসছেন লাইম লাইটে।

ডান-হাতি পেস বোলার মারুফা নিজের কাজটা ঠিকঠাক করতে জানেন। দলের চাহিদা মেটাতেও তিনি যথেষ্ট পটু। বল হাতে কেবলই তার লক্ষ্য দলকে একটা ভাল কিছু উপহার দেওয়া। মারুফা ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ জয়েও রেখেছেন তাইতো অবদান।

গুণে গুণে চার খানা উইকেট তিনি নিজের করে নিয়েছে। হয়েছিলেন ম্যাচ সেরাও। তাইতো দ্বিতীয় ওয়ানডের আগেও বেশ মনোযোগী মারুফা। থমকে যেতে তিনি আসেননি। নিজের গতিময় জীবনটাকে একটা বৃত্তের ভেতর আটকে রাখতেও তিনি চাননা। তিনি সবুজ গালিচা ছাপিয়ে সুউচ্চ গগন পানে নিয়ে যেতে চান নিজের যাত্রা।

তাইতো মিরপুর হোম অব ক্রিকেটে নিবেদনের কোন কমতি রাখছেন না তিনি। নিজেকে একেবারে শাণিত করে নিচ্ছেন ইতিহাসের জন্যে। ম্যাচের আগেরদিন খুব বেশি অনুশীলন করেনি বাংলাদেশের নারী দল। স্রেফ প্রক্রিয়াটা ঠিক রাখার জন্যেই ব্যাট ও বল হাতে খানিকক্ষণ সময় পার করেছে গোটা দল।

মারুফাকে নিয়ে অবশ্য ছিল কোচের আলাদা নজর। অবশ্য বাংলাদেশের পেস আক্রমণের উপর রাখা হচ্ছে পূর্ণ আস্থা। বিশেষ করে মারুফা থাকছেন পরিকল্পনার মধ্যমণি হয়ে। তাইতো সেন্টার পিচের পাশেই হাসান তিলাকারত্নে স্পট অনুশীলন করিয়েছেন মারুফাদের। প্রথমে নির্দেশনা দেন, ঠিক কি করতে হবে। এরপর উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেন তিনি।

আর পিচেই ছিলন রঙিন সব দাগকাটা। মূলত গুড লেন্থে ক্রমাগত বল করে যাওয়ার অনুশীলনই করেছেন মারুফারা। সঠিক লাইন আর লেন্থেই মারুফা কাবু করেছেন ভারতীয় তারকা ব্যাটারদের। ওপেনিং জুটির দু’টো উইকেটই আগেরদিন নিজের করে নিয়েছিলেন মারুফা।

এরপর আবার লোয়ার মিডল অর্ডারের দু’টো উইকেট তুলে নিয়ে ভারতের মেয়েদের একেবারে ছন্নছাড়া করে দিয়েছিলেন মারুফা। তাকে অবশ্য সঙ্গ দিয়েছেন রাবেয়া খাতুন। বেশ তরুণ এই লেগি বেশ ভুগিয়েছে ভারতের ব্যাটারদের। তিনিও নিয়েছিলেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এই দুই বোলারই হতে চলেছে ইতিহাস গড়ার পথে বাংলাদেশের প্রধান অস্ত্র।

যদিও বাংলাদেশের ব্যাটাররা ঠিকঠাক জ্বলে উঠতে পারছেন না। তাতে অবশ্য ভারতীয় বোলারদেরও কৃতীত্ব রয়েছে। সবকিছু ছাপিয়ে বাংলাদেশের লক্ষ্য অবশ্য ম্যাচ জয়। ভারত বধের সব ধরণের প্রস্তুতিই নিয়ে রাখছে বাংলাদেশের মেয়েরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...