গ্লেন ম্যাক্সওয়েল, দেশের ক্রিকেটে যতটা উজ্জল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ঠিক ততটাই মলিন। তাইতো ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল মনে করেন এই অস্ট্রেলিয়ানকে আইপিএলে অতিরিক্ত কদর করা হয়।
ম্যাক্সওয়েলের সেই অতি মানবীয় ২০০ রানের অপরাজিত ইনিংসের কথা ভুলবার নয়। তবে তা ছিল দেশের জার্সিতে আফগানিস্তানের বিপক্ষে। আইপিএলে এলেই ম্যাক্সওয়েলের ব্যাট যেন ভিন্ন আচরণ শুরু করে। পরিসংখ্যান অন্তত সেই কথাই বলে।
আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সর্বশেষ ম্যাচে তিনি তিন বলে করেন মাত্র চার রান। যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৩৩.৩৩। তবে দিনশেষে গুজরাট টাইটান্সের বিপক্ষে তাঁর চার উইকেটের জয় পায়। তবে আইপিএলের ১৭ তম আসরে এখন পর্যন্ত ম্য্যাক্সওয়েল আট ম্যাচ খেলে সর্বমোট ১০৪ রান করেন। আবার বল হাতে নেন ৮.৩৩ ইকোনমিতে নেন ৫উইকেট।
চলমান আইপিএলে তাঁর পারফরম্যান্স বিবেচনা করে পার্থিব প্যাটেল তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘গ্লেন ম্যাক্সওয়েল, সে আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি ওভাররেটেড খেলোয়াড়।’
আইপিএলের এবারের আসরে ম্যাক্সওয়েল আট ম্যাচে মাত্র একটিতে দুই অংকের ঘরে প্রবেশ করেন। বোঝাই যাচ্ছে কতটা রানের খড়ায় আছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। অথচ তাঁকে নিয়ে ব্যাঙ্গালুরুর মাতামাতির শেষ নেই। তাইতো পার্থিবের মন্তব্যের প্রমাণ মিলছে ম্যাক্সওয়েলের সাম্প্রতিক পরিসংখ্যানে।