পেসার নির্মাণে বরাবরের মতো এগিয়ে থাকা দল পাকিস্তান। যাদের এক সময়ের সম্ভাবনাময় গতি দানব মোহাম্মদ হাসনাইন আলো ছড়াচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার।
২৪ বছর বয়সী মোহাম্মদ হাসনাইন ২০১৯ সাল থেকে সাদা বলে জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন। যাকে শেষবার জাতীয় জার্সিতে দেখা যায় ২০২৩ সালে।
এর মাঝে খেলেছেন ৯ ওয়ানডে। যেখানে একবার পাঁচ উইকেটসহ শিকার করেছেন ১২ উইকেট। জাতীয় জার্সিতে ২৭ টি-টোয়েন্টিতেও দেখা গেছে হাসনাইনকে। যেখানে তাঁর সংগ্রহ ২৫ উইকেট।
হাসনাইন ঝড়ো বোলিংয়ে ক্রিকেট বিশ্বের নজর কাড়েন। ঘরোয়া ফ্রাঞ্চাইজি লিগে নিয়মিত ঘন্টা প্রতি ১৫০ কিলোমিটারে বল ছোঁড়ার মধ্যদিয়ে ক্রিকেট পাড়ায় তার আগমন। তবে ২০২৩ সালের পর ফর্মহীনহতায় জাতীয় দলে খেলা হয়নি এই পেসারের।
তবে সম্প্রতি ঘরোয়া পর্যায়ে ফাইসালাবাদে চ্যাম্পিয়ন্স ওয়ান ডে কাপে জ্বলে ওঠেন তিনি। সেখানে ৬ ম্যাচে দেখা যায় তাকে। যেখানে ১৬.১৭ গড়ে ১৭ উইকেট নেন তার ঝুলিতে। যা টুর্নামেন্টে সর্বোচ্চ।
এর ঠিক পরপরই তাকে দেখা যায় প্রেসিডেন্টস কাপ গ্রেড ওয়ানে। এটিও পাকিস্তানে ঘরোয়া পর্যায়ের একটি ওয়ান ডে টুর্নামেন্ট। যেখানে পাকিস্তান টেলিভিশন দলে খেলেন তিনি।
চার ম্যাচে সেই টুর্নামেন্টে ১৯.৫৫ গড়ে ন’জন ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখান তিনি। যা টুর্নামেন্ট জুড়ে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ।
পাক প্যাশনের এক্স(সাবেক টুইটারে)-এ হাসনাইনের জাতীয় দলে ফেরার ইচ্ছা দৃশ্যমান হয়ে ওঠে। তিনি বলেন,’ আমি আবারও পাকিস্তান দলকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি।’
এদিকে, লাল বলের ক্রিকেটে ঘরের মাঠে কেবল এক জয় এসেছে পাকিস্তান শিবিরে। দল থেকে বাদ পড়েছেন শাহিন আফ্রিদি ও নাসিম শাহের মতো বড় বড় নাম। সেক্ষেত্রে আগামী দিনে নির্বাচকদের নজরও হাসনাইনের দিকে থাকাটাই স্বাভাবিক।
পেসার নির্মাতা দেশ পাকিস্তান। যেখানে নিয়মিত ঘন্টা প্রতি ১৫০ কিলোমিটারেরও বেশি গতির ভেলকি দেখাচ্ছেন হাসনাইন। তাছাড়া জাতীয় দলে পরিসংখ্যানও বেশ প্রশংসার দাবিদার। তাই জাতীয় দলে তার প্রত্যাবর্তনের স্বপ্ন মোটেই অমূলক নয়।