মিরপুরেও স্যুইপ মাস্টার শান্ত?

এমনিতে দক্ষিণ আফ্রিকা গেল ১০ বছরে উপমহাদেশে কোনো টেস্ট জিততে পারেনি। তবে, এবার তারা প্রবল বেগে আক্রমণ করতে পারে। মিরপুর টেস্টের জন্য দলে আছে এক ঝাঁক স্পিনার।

নাজমুল হোসেন শান্ত রবীন্দ্র জাদেজার বলে রিভার্স স্যুইপ খেলতে গিয়ে বোল্ড হয়েছিলেন কানপুরে। টি-টোয়েন্টিতে রবি বিষ্ণয় জেনে বুঝেই শান্তর রিভার্স স্যুইপকে আউটের গ্যাড়াকলে ফেলেছিলেন। তবে, ভারতের স্পিনের বিপক্ষে এই শটেই কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিলেন তিনি।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রিভার্স স্যুইপই সম্ভবত হবে তাঁর প্রধান হাতিয়ার। মিরপুরে সকালে নেট করে বাংলাদেশ। প্রথম দিকেই ছিল অধিনায়ক শান্তর স্লট। তিনি নিয়মিত নেট ব্যাটিং শেষে আলাদা করে কাজ করেন রিভার্স স্যুইপ নিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার এই কৌশল কাজে লাগলে হয়।

এমনিতে দক্ষিণ আফ্রিকা গেল ১০ বছরে উপমহাদেশে কোনো টেস্ট জিততে পারেনি। তবে, এবার তারা প্রবল বেগে আক্রমণ করতে পারে। মিরপুর টেস্টের জন্য দলে আছে এক ঝাঁক স্পিনার।

কেশব মহারাজ নি:সন্দেহে বাংলাদেশের ব্যাটিংয়ের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হবেন। এছাড়াও ড্যান পেইডট কিংবা সেনুরান মুথুস্বামীর অফ স্পিন পরীক্ষায় ফেলতে পারে বাংলাদেশকে। তা যেই থাকুক প্রোটিয়াদের একাদশে, তাদের সামলানো অশ্বিন-জাদেজাদের চেয়ে কম শক্ত হবে। শান্তও তার রিভার্স স্যুইপ অস্ত্র হাতে প্রস্তুত। এবার তাহলে সেঞ্চুরিতে ফিরে আসুন শান্ত।

Share via
Copy link