২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মোহাম্মদ আমির। মূলত সে সময় বোর্ড ও কোচিং স্টাফদের দ্বারা মানসিক অত্যাচারের অভিযোগ এনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন পাকিস্তানি এ পেসার।
তখন থেকে এ সময়ের ব্যবধানে বদলে গেছে অনেক কিছুই। কোচের পদ থেকে মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস এবং পিসিবি চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজাও সরে গিয়েছেন। তবে কি এ সময়ে এসে অবসর ভেঙ্গে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন আমির?
বছর তিনেক আগে অবসর নেওয়ার সময় জানিয়েছিলেন, মিসবাহ, ওয়াকার আর রমিজ রাজারা পিসিবিতে না থাকলেই তবে আবারো ফিরতে পারেন। এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের কোনো দায়িত্বে নেই এ তিনজন।
এ ছাড়া পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান পরিচালক মোহাম্মদ হাফিজও মোহাম্মদ আমিরের ফেরার ব্যাপারে সবুজ সংকেত দিয়ে রেখেছেন। সব মিলিয়ে পাকিস্তানের হয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে মোহাম্মদ আমির নিজে কী ভাবছেন? সেটিই এখন বড় প্রশ্ন।
তবে পাকিস্তানি এ পেসারের কন্ঠে তেমন আশার বাণী মেলেনি। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি) খেলতে এই মুহূর্তে রয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
এর ফাঁকেই গণমাধ্যমকে জানিয়েছেন নিজের বর্তমান ভাবনার কথা। আর সেখানে তিনি বলেন, ‘আমি এখন এগিয়ে চলেছি। এখন আমার মাথায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে কোনো পরিকল্পনা নেই।’
সুযোগ থাকার পরও কেন ফিরবেন না? এমন প্রশ্নে এ পেসার বলেন, ‘তিন বছর পেরিয়ে গেছে। আর এখন পাকিস্তান ক্রিকেটের যা অবস্থা তাতে প্রতি মাসে এদের সিদ্ধান্ত বদল হয়। আপনি নিজেই যদি ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত না হন, তাহলে এমন কোনো সিদ্ধান্তও নেওয়া উচিৎ নয়।’
তিনি আরো যুক্ত করে বলেন, ‘৩ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে থাকা কঠিন ব্যাপার। একই সাথে ফেরাটাও সহজ নয়। আমার মনে হয় না, এই সময়ে ফিরে আসাটা কোনো ভাল সিদ্ধান্ত হবে। আর আমি এই ৩ বছরে নিজেকে গুছিয়ে নিয়েছি। সামনে কী হবে তা জানি না। তবে এখন পর্যন্ত ফেরার কোনো সম্ভাবনা নেই।’