আইপিএলের হাঁস সমাচার

আন্তর্জাতিক ক্রিকেটে রান তোলার গতি হয়না অতিমানবীয়। তাইতো দর্শকদের চাহিদা মেটানোর দায়িত্ব থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উপর। তাতে কার্পণ্যও করে না আইপিএল। রানবন্যার আয়োজন আইপিএল- এই বক্তব্য়ের সাথে দ্বিমত পোষণ করবে এমন হয়ত কেউ নেই।

ব্যাটারদের চার-ছক্কার বন্যা দেখতেই তো মুখিয়ে থাকেন দর্শকরা। তাদের সেই চাহিদা মেটাতে ইনিংসের একেবারে শুরু থেকেই মেরে খেলতে চান ব্যাটাররা। তাতে করে অনেক সময় হয়ে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা।

আইপিএলের এই দীর্ঘ যাত্রায় শূন্যরানে আউট হওয়ার উদাহরণ রয়েছে ভুড়িভুড়ি। তবে সেসবের মাঝে বেশকিছু তারকার ব্যাটারের গায়ে কালিমা স্বরুপ লেগে আছে সর্বোচ্চ ডাক বা শূন্যরান করার রেকর্ড। তাদের নিয়েই খেলা – ৭১ এর আজকের আয়োজন।

  • দীনেশ কার্তিক (ভারত)

সময়ের পরিক্রমায় দীনেশ কার্তিক নানারুপে হাজির হয়েছেন। ব্যাটিং পজিশনও তার খুব একটা স্থির থাকেনি। তবে বর্তমান সময়ে ফিনিশার রোলে দূর্দান্ত করছেন ভারতীয় এই ব্যাটার। শেষ দিকে দলকে জেতানোর কাজটা বেশ নিয়ম করেই করেন তিনি। তবে কার্তিকের নামের পেছনে যুক্ত হয়ে গেছে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড।

আইপিএলের মঞ্চে সর্বোচ্চ ডাক মারার রেকর্ড তারই। সেই প্রথম মৌসুম থেকে খেলছেন তিনি। সাড়ে চার হাজারের উপরে রান রয়েছে নামের পাশে। সেই সাথে ১৭টি ইনিংসে রানের খাতা খোলার আগেই তিনি ফিরেছিলেন প্যাভিলিয়নে। আইপিএল ইতিহাসে এভাবে নিশ্চয়ই তিনি যুক্ত থাকতে চাননি। যদিও সুখস্মৃতির অভাব হবে না তার।

  • রোহিত শর্মা (ভারত)

আইপিএল ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতেও তিনি বহুবার দেখা পেয়েছেন সফলতার। আইপিএলের মঞ্চে সেঞ্চুরি করার মত কীর্তিও রয়েছে তার। মুদ্রার অপর পিঠের সাথেও তার মোলাকাত হয়েছে বহুবার। যৌথভাবে তিনি রয়েছেন দীনেশ কার্তিকের সাথে প্রথম স্থানে।

রোহিত শর্মা ২৫০ এর বেশি ছক্কা হাঁকিয়েছেন ডেকান চার্জার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজির হয়ে। আইপিএল ক্যারিয়ারে তার রানের পরিসংখ্যান ক্রমশ হচ্ছে আরও সমৃদ্ধ। প্রায় ৫০০০ এর কাছাকাছি রান তিনি করে ফেলেছেন। তবে ১৭ বার শূন্যরানে ফেরার দৃষ্টান্তও তিনি স্থাপন করেছেন।

  • গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের খেলা ইনিংসটি কি কখনোই ভুলে যাওয়া সম্ভব? খুব সম্ভবত কোন কালেই ভোলা সম্ভব নয়। ঠায় দাঁড়িয়ে থেকে সেদিন ম্যাক্সওয়েল যা করেছেন তা রীতিমত অবিশ্বাস্য। নিজ চোখে না দেখলে অন্তত বিশ্বাস করবার বিশেষ কোন কারণ নেই। তাইতো আইপিএলের মঞ্চেও রয়েছে তার বেজায় কদর।

সে জন্যেই তো প্রায় ১৩০টিরও বেশি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। প্রায় ৩০০০ হাজার রানের কাছেও পৌঁছে গেছেন। তবে যেখানে তিনি হয়ত কখনো পৌঁছাতে চাইতেন না, সেখানেও ভিড়েছে তার নামের তরী। আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ডাক মারার কারিগর গ্লেন ম্যাক্সওয়েল। ১৬টি ইনিংসে তিনি ফিরেছেন শূন্যরানে।

আইপিএলে ডাক হাঁকানোর তালিকায় এরপর বোলারদের আধিপত্যই বেশি। বোলারদের মূল কাজটা তো আর ব্যাট হাতে থাকে না। তাই তাদের প্রসঙ্গ এখানে টেনে নিয়ে আসা অবান্তর। তাইতো আজকের আয়োজন এখানেই সমাপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link