Social Media

Light
Dark

শাহরুখের সাথে বসে আইপিএল দেখতে চান না জুহি!

দু’জনেই বলিউড তারকা, একটা সময় পর্দায় দারুণ জনপ্রিয় জুটিও ছিলেন। ব্যক্তিগত জীবনে তাঁরা ভাল বন্ধু, ব্যবসায়িক পার্টনারও। দুজনেই আবার কলকাতা নাইট রাইডার্সের মালিক। তবে এক সাথে বসে নিজ দলের খেলা দেখতে যত আপত্তি। শাহরুখ খানের সাথে বসে খেলা দেখতে চান না জুহি চাওলা।

ads

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। এ পর্যন্ত কেকেআর আইপিএল শিরোপা জিতেছে দু’বার। আইপিএল সম্পর্কে জুহি বলেন, ‘আইপিএল সবসময়ই রোমাঞ্চকর। আমরা সবাই টেলিভিশনের সামনে বসে ম্যাচ দেখি। যখন আমাদের দলের খেলা হয়, তখন আমরা একটু বেশি চিন্তিত থাকি।’

ads

শাহরুখ খানের সাথে বসে খেলা দেখার বিষয়ে তিনি যোগ করেন,  ‘দলের স্বত্বাধিকারীরা নিজ দলের ম্যাচ চলাকালীন খুবই চিন্তিত থাকে। শাহরুখও ব্যতিক্রম নয়। দলের অবস্থা যখন খারাপের দিকে যায়, সে তখন আমার উপর দোষারোপ করতে থাকে। আর আমি বলি, আমাকে নয় বরং যা বলার দলকে বল। তাই আমার মনে হয় আমাদের একসাথে বসে খেলা দেখা উচিত নয়। তাছাড়া সকল স্বত্বাধিকারীরাই নিজ দলের খেলার সময় এমন পরিস্থিতির স্বীকার হয়।’

তবে এবারের আসরে কলকাতা নাইট রাইডার্স একের পর এক দুর্দান্ত ম্যাচ উপহার দিয়ে চলেছে। তিন ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে অবস্থান করছে শাহরুখ-জুহির দল। কলকাতা শুধু ক্রিকেটই খেলছে না, বরং স্টেডিয়ামে চার- ছয়ের বৃষ্টিতে দর্শকদের বিনোদনও দিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link