বিশ্বকাপের গোল মেশিন

গোলের খেলা ফুটবল। নব্বই মিনিট শেষে প্রতিপক্ষের জালে বেশিবার বল জড়ানো দলটাই জেতে বিজয়ের জয়মাল্য। চার বছর পরপর অনুষ্ঠিত হওয়া আসরগুলোতে বিশ্ববাসীর নজর থাকে সবচেয়ে বেশি গোল করা দলগুলোর দিকে।

গোলের খেলা ফুটবল। নব্বই মিনিট শেষে প্রতিপক্ষের জালে বেশিবার বল জড়ানো দলটাই জেতে বিজয়ের জয়মাল্য। চার বছর পরপর অনুষ্ঠিত হওয়া আসরগুলোতে বিশ্ববাসীর নজর থাকে সবচেয়ে বেশি গোল করা দলগুলোর দিকে। আসুন দেখে নেয়া যাক, বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোল করা দলগুলোকে।  

  • ব্রাজিল

বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি পাঁচবার শিরোপা জেতার পাশাপাশি দলগতভাবে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও ব্রাজিলের দখলে। একমাত্র দল হিসেবে তাঁরাই বিশ্বকাপের প্রতিটি আসরে খেলেছে। বিশ্বকাপে ব্রাজিলের ফুটবলাররা এখনও পর্যন্ত ২২৯ গোল করেছেন। সাম্বা ফুটবলের জাদুতে দর্শকদের মোহাবিষ্ট করার পাশাপাশি গোলের রাস্তাটাও কর্তৃপক্ষ চেনেন ব্রাজিলের ফুটবলাররা।

  • জার্মানি

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হলেও সবচেয়ে ধারাবাহিক দলের নাম জার্মানি। চারবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আটবার ফাইনাল খেলেছে দলটি। বর্তমানে ২২৬ গোল করে ব্রাজিলের ঘাড়েই নি:শ্বাস ফেলছে দলটি। জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। কে জানে হয়তো এবারের বিশ্বকাপেই গোল করার দিক থেকে ব্রাজিলকে ছাড়িয়ে যাবে জার্মানি।

  • আর্জেন্টিনা

বিশ্বকাপে গোল করার দিক থেকে ব্রাজিল এবং জার্মানি থেকে বেশ খানিকটা পিছিয়েই তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপে আর্জেন্টাইন ফুটবলাররা প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ১৩৭ বার। আক্রমণাত্নক ফুটবলের ভক্ত আলবিসেলেস্তেরা সবগুলো বিশ্বকাপে খেলতে পারলে তাঁদের গোলসংখ্যা নিশ্চিতভাবেই আরও বাড়ত।

  • ইতালি

রক্ষণাত্মক  ফুটবলের জন্য বিখ্যাত হলেও গোলের রাস্তাটা ভালই চেনেন ইতালির ফুটবলাররা। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি এখনও  পর্যন্ত বিশ্বকাপে গোল করেছে ১২৮ টি। যদিও বাছাইপর্ব পার করতে না পারায় সর্বশেষ দুই বিশ্বকাপের মূলপর্বে জায়গা পায়নি দলটি। পেলে হয়ত বিশ্বকাপে ইতালির গোলের সংখ্যা নিশ্চিভাবেই আরও বাড়ত।

  • ফ্রান্স

বিংশ শতাব্দীতে বিশ্বকাপ ফুটবলের সফলতম দলের নাম ফ্রান্স। জিনেদিন জিদান থেকে শুরু করে হালের এমবাপ্পে, বেনজেমাদের ফ্রান্স – দুই দলেরই মূল দর্শন ছিল আক্রমণ। বিশ্বকাপে এখনও পর্যন্ত ১২০ গোল করেছে ফরাসিরা। এছাড়া এক বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ডও ফরাসি জাস্ট ফন্টেইনের দখলে। 

  • স্পেন

জার্মানির কাউন্টার অ্যাটাকিং ফুটবল কিংবা ব্রাজিলের সাম্বা ফুটবলের বিপরীতে স্পেনের রয়েছে তিকিতাকা। মাঠজুড়ে পাসের পসড়া সাজিয়ে প্রতিপক্ষকে হতবিহবল করে তুলতে স্প্যানিশদের জুড়ি মেলা ভার। বিশ্বকাপে একশো গোলের মাইলফলক থেকে মাত্র এক গোল দূরে আছে তাঁরা। সুতরাং আশা করাই যায় এবারের বিশ্বকাপেই শতগোল করা দলগুলোর তালিকায় নাম লেখাবে লা রোজারা। 

  • ইংল্যান্ড

১৯৬৬ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড বরাবরই আক্রমণাত্নক ফুটবলের পূজারি। বিশ্ব ফুটবলে জিওফ হার্স্ট, গ্যারি লিনেকার, রবি ফাওলারদের মত স্ট্রাইকারদের উপহার দিয়েছে ইংল্যান্ড। তবে বিশ্বকাপে গোল করার দিক থেকে খানিকটা পিছিয়েই আছে ইংলিশরা, এখনও পর্যন্ত বিশ্বকাপে প্রতিপক্ষের জালে তাঁরা বল জড়িয়েছে ৯১ বার। 

  • হাঙ্গেরি

ফুটবলের হারিয়ে যাওয়া এক পরাশক্তির নাম হাঙ্গেরি। পুসকাস, হিদেকুটি, ককসিসদের ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স এক সময়ে রাজত্ব করেছে ফুটবলবিশ্ব। যদিও ১৯৫৪ বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি। কিন্তু সেই প্রজন্মের পর ফুটবলে কেবলই পিছিয়েছে হাঙ্গেরি। ফলে গোল করার তালিকাতেও তাঁদের নামটা নিচের দিকেই, এখনও পর্যন্ত বিশ্বকাপে হাঙ্গেরিয়ানরা গোল করেছে ৮৭টি।

  • উরুগুয়ে

বিশ্বকাপ ফুটবলের প্রথম পরাশক্তি উরুগুয়ে। প্রথম চার আসরের মাঝে দুবার শিরোপা জয়ী দলটি পরবর্তীতে আর কখনও বিশ্বকাপ জিততে পারেনি। সময় যত গড়িয়েছে ততই যেন দুর্বল হয়েছে লাতিন আমেরিকার দলটি। এখনও পর্যন্ত বিশ্বকাপে হাঙ্গেরির সমান ৮৭ গোল করেছেন উরুগুয়ের ফুটবলাররা।

  • নেদারল্যান্ডস

বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে অভাগা দল নেদারল্যান্ডস। এখনও পর্যন্ত তিনবার ফাইনালে উঠলেও প্রতিবারই রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ইয়োহান ক্রুইফ থেকে হালের রোবেন, পার্সিরা প্রত্যেকেই শিরোপা হারিয়েছেন হাত ছোঁয়া দূরত্বে থেকেই। বিশ্বকাপে এ পর্যন্ত ৮৬ গোল করেছেন ডাচরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...