পাঁচ জবাবের এক বিরাট

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানের নাম বিরাট কোহলি। ৩৪ বছর বয়সী এই ব্যাটার বাইশ গজে বোলারদের জন্য রীতিমতো আতংকের নাম। ভারতের সাবেক অধিনায়ক কোহলি মাঠে এবং মাঠের বাইরে নিজের আচরণের জন্য বারবার আলোচিত-সমালোচিত হয়েছেন।

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানের নাম বিরাট কোহলি। ৩৪ বছর বয়সী এই ব্যাটার বাইশ গজে বোলারদের জন্য রীতিমতো আতংকের নাম। ভারতের সাবেক অধিনায়ক কোহলি মাঠে এবং মাঠের বাইরে নিজের আচরণের জন্য বারবার আলোচিত-সমালোচিত হয়েছেন। আসুন দেখে নেয়া যাক সংবাদ সম্মেলনে বিরাট কোহলির সেরা আলোচিত পাঁচ ঘটনা।

  • ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের পর

২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে হেডিংলিতে স্বাগতিকদের মুখোমুখি হয় ভারত। সেই টেস্টে ইংল্যান্ডের সামনে রীতিমতো বিধ্বস্ত হয় ভারত, হেরে যায় ইনিংস এবং ৭৬ রানের বিশাল ব্যবধানে। সাত উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ওলি রবিনসন। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বিরাট কোহলিকে জিজ্ঞেস করেন ইংল্যান্ডের বোলাররা ফুল লেংথে বল করছিলেন এবং ভারতের সামনে সুযোগ ছিল রান বের করে স্বাগতিকদের চাপে ফেলার। 

বিরাট প্রশ্নের জবাবে কেবলমাত্র একয়াতা শব্দই বলেন, “ধন্যবাদ”। কোহলির এই শীতল জবাবের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছিল।

  • ২০২১ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর

২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপেই প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারে ভারত। শুরুতে ব্যাট করতে নেমে কোহলির অর্ধশতকে ভর করে ১৫১ রানের লড়াকু সংগ্রহ পায় ভারত। যদিও মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। 

মাত্র ১৮ ওভারেই সেদিন জয় পায় পাকিস্তান। ভারতীয় বোলাররা ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেননি পাকিস্তানি ব্যাটারদের সামনে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে জিজ্ঞেস করা হয়েছিল ম্যাচে শূন্য রানে আউট হওয়া রোহিত শর্মার বদলে তরুণ ইশান কিষাণকে খেলানো যেতো কিনা।

এমন প্রশ্নে হতভম্ভ কোহলি খানিকক্ষণ চুপ থেকে তারপর জবাব দেন সাহসী প্রশ্ন। এরপর বলেন, ‘আপনি কি বলেন? আপনার কি মতামত? রোহিত শর্মাকে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে বাদ দিয়ে দেবো? আপনি রোহিত শর্মাকে বাদ দেবেন?’ বিরাট কোহলির এমন মজার ছলে উত্তর দেয়া সেদিন হাস্যরসের জন্ম দিয়েছিল গোটা বিশ্বজুড়ে। 

  • ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরুর আগে

২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে অনলাইনে ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই এক সাংবাদিক জিজ্ঞেস করেন, “বিরাট আপনি সর্বশেষ ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই যেকোনো সিরিজ শুরুর আগেই আপনার উপর প্রত্যাশা বেড়ে যায়। এবারের সিরিজে আরো ভালো করার জন্য কি ভিন্ন কিছু করার কথা ভাবছেন?” বিরাট এক মূহুর্ত না ভেবেই জবাব দেন, ‘না’। 

পূর্বে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে স্বপ্নের মতো সময় কাটান বিরাট কোহলি। পাঁচ ম্যাচে ৫৯.৩০ গড়ে ৫৯৩ রান করেন। কোনো দ্বিধা ছাড়াই জিতে নেন ম্যান অব দ্য সিরিজের খেতাব।

যদিও ২০২১-২২ মৌসুমের ইংল্যান্ড সফরে গড়পড়তা এক সময় কাটান বিরাট। সেবারে পাঁচ ম্যাচে ২৭.৬৬ গড়ে মাত্র ২৪৯ রান করেন তিনি। 

  • ইংল্যান্ড সিরিজ চলাকালীন জেমস অ্যান্ডারসন প্রসঙ্গে 

মাঠে বিরাট কোহলি এবং জেমস অ্যান্ডারসনের দ্বৈরথ ক্রিকেটের সেরা দৃশ্যগুলোর একটি। ২০২১ সালের সিরিজের আগে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন অ্যান্ডারসনকে সামলানোর জন্য আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা কোহলির। কোহলির সরাসরি জবাব ছিল, ‘আমি কেবল ব্যাট করে যাবো।’

এই দুই ক্রিকেটারের দ্বৈরথ পুরো সিরিজে যে প্রাণ এনে দিয়েছিল। অ্যান্ডারসন পুরো সিরিজের দুইবার কোহলিকে আউট করেন। 

  • ২০২০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর

২০২০ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বিরাট কোহলির দল। যদিও মাঠে তেমন সুবিধা করতে পারেননি তাঁরা, ডুটো টেস্টেই জয় পায় স্বাগতিক নিউজিল্যান্ড। শেষ টেস্টে কাইল জেমিসন ছিলেন অনবদ্য, বল হাতে সাত উইকেট নেবার পাশাপাশি ব্যাট হাতে করেন ৪৯ রান। 

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে বিরাট কোহলিকে জিজ্ঞেস করা হয়েছিল মাঠে তাঁর আচরণ নিয়ে। কোহলি সেদিন মাঠে কেন উইলিয়ামসনের উইকেটের পর আগ্রাসী উদযাপনের পাশাপাশি দর্শকদের খানিকটা ক্ষেপিয়ে দিয়েছিলেন। সেই সাংবাদিক বলেন, ‘বিরাট, মাঠে আপনার আচরণ নিয়ে কি বলবেন? উইলিয়ামসন আউট হবার পর আগ্রাসী আচরণ করলেন, দর্শকদের ক্ষেপিয়ে তুললেন। আপনার কি মনে হয়, ভারতীয় অধিনায়ক হিসেবে মাঠে আপনার আরো ভালো দৃষ্টান্ত স্থাপন করা উচিত ছিল?’

জবাবে কোহলি বলেন, ‘আপনার কি মনে হয়? আপনাকে প্রথমে জানতে হবে মাঠে আসলে কি হয়েছিল এবং তারপর প্রশ্ন করতে হবে। আপনি অর্ধেক ঘটনা জেনে অর্ধেক প্রশ্ন করতে পারেন না। আর আপনি যদি বিতর্ক সৃষ্টি করতে চান, তবে বলবো এটা সঠিক জায়গা না। আমি ম্যাচ রেফারির সাথে কথা বলেছি এবং তাঁর এ নিয়ে কোনো সমস্যা নেই।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...