প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন মুস্তাফিজ

‘একটানা ২৫ দিন যদি কিছু না করি, রুমের ভেতর টুকটাক যা করা যায় সেগুলো ছাড়া। এরপর এসে প্রথম দিনই যদি অনেক কিছু ভাবি তাহলে তো হওয়ার কথা না। আমি চেষ্টা করছি আস্ত আস্তে যেন ছন্দে ফিরতে পারি। আজকে প্রথম সুযোগ পেলাম বল করার। হাতে ব্যথা হতে পারে।’

কোয়ারেন্টাইনের কারণে দীর্ঘদিন অনুশীলন থেকে দূরে ছিলেন মুস্তাফিজুর রহমান। হোটেল রুমে এই সময় ফিটনেস নিয়েও কাজ করতে পারেননি তেমন। তাই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজের প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন এই পেসার।

ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের (আইপিএল) ১৪তম আসর স্থগিত হওয়ার পর গত চার এপ্রিল দেশে ফিরে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সস্ত্রীক কোয়ারেন্টাইনে ছিলেন মুস্তাফিজুর রহমান। কোয়ারেন্টাইন শেষে গত কাল অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

কিন্তু বৃষ্টির কারণে পন্ড হয় গতকালের অনুশীলন সেশন। তাই আজ প্রথম বারের মত অনুশীলন করেছেন মুস্তাফিজ। সিরিজ শুরুর আগে আরো তিন দিন অনুশীলনের সুযোগ পাবেন তিনি। লম্বা বিরতির পর ফিরে মাত্র চার দিন অনুশীলন করে কেমন করবেন সেটা তাই আল্লাহর উপর ছেড়ে দিলেন এই পেসার।

অনুশীলনের ফাঁকে আজ (১৯ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন অনেক দিন পর বল করার কারণে হাতে ব্যথা হতে পারে; আস্তে আস্তে তাই ছন্দে ফিরতে চান তিনি।

তিনি বলেন, ‘আইপিএল ও আমাদের দেশের রুম কোয়ারেন্টাইন মিলে আমি শেষ ২৫ দিনে একদিন অনুশীলন ও একটা ম্যাচ খেলেছি। এখন জানিনা। আমি আর সাকিব ভাই দুই জনই প্রায় একই রকম ছিলাম। কালকে তো আমরা অনুশীলন করতে পারিনি, আর দুই দিন পাবো। প্রস্তুতি আল্লাহর উপর ছেড়ে দিলাম।’

মুস্তাফিজ আরো বলেন, এতো দিন পর বোলিং করলে একটু ব্যাথা হওয়ারও আশঙ্কা থাকে, ‘একটানা ২৫ দিন যদি কিছু না করি, রুমের ভেতর টুকটাক যা করা যায় সেগুলো ছাড়া। এরপর এসে প্রথম দিনই যদি অনেক কিছু ভাবি তাহলে তো হওয়ার কথা না। আমি চেষ্টা করছি আস্ত আস্তে যেন ছন্দে ফিরতে পারি। আজকে প্রথম সুযোগ পেলাম বল করার। হাতে ব্যথা হতে পারে।’

ঈদের ছুটি শেষে ১৭ মে থেকে অনুশীলন শুরু করেছেন মুশফিক তামিমরা। আগামীকাল নিজেদের মধ্যে ভাগ হয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) ৪ নম্বর মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সিরিজ শুরুর আগে আবার দুই দিন অনুশীলন করার সুযোগ পাবেন ক্রিকেটাররা।

২৩ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে ২.৩০ মিনিটে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...