এবার নামিবিয়ার চমক

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ট্রাম্পেলম্যানের প্রথম ওভারেই বিধ্বস্থ স্কটিশ শিবির! প্রথম ওভারেই তিন উইকেট শিকার করেন ট্রাম্পেলম্যান! ইনিংসের প্রথম বলেই জর্জ মানসেকে ফেরান গোল্ডেন ডাকে। মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে তখন স্কটল্যান্ড।

কাগজে কলমে সুপার টুয়েলভের দুই খর্বশক্তির লড়াই। সেই লড়াইয়ের উত্তেজনাটাও অবশ্য খুব বেশি নয়। তবে নিজেদের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নামিবিয়া আরেকবার জানান দিলো নিজেদের সামর্থ্য। স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেলো নামিবিয়া।

১১০ রানের সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ২৮ রান তুলে দুই নামিবিয়ান ওপেনার। এরপর মাইকেল ভ্যান লিঙ্গেন ফিরেন ১৮ রানে। দ্বিতীয় উইকেটে ২২ রানের জুটির পথে জ্যান গ্রিন ফেরেন মাত্র ৯ রানে। ৫০ রানে ২ উইকেট হারালেও সহজেই জয়ের দিকে এগোচ্ছিলো নামিবিয়া। তবে এরপরই দ্রুত ক্রেইগ উইলিয়ামস ও গারহার্ড ইরাসমাস আউট হলে চাপে পড়ে দলটি। ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে হালকা চাপে নামিবিয়া। তবে ডেভিড উইসে ও জেজে স্মুটসের ব্যাটে চাপ সামলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় দল। দলীয় ১০২ রানে জয়ের দোরগোড়ায় যেয়ে উইসে আউট হন ব্যক্তিগত ১৬ রানে। শেষ ২ ওভারে প্রয়োজন ছিলো মাত্র ৭ রান!

স্মুটসের ২৩ বলে অপরাজিত ৩২ রানে ৫ বল বাকি থাকতে ৪ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নামিবিয়া।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ট্রাম্পেলম্যানের প্রথম ওভারেই বিধ্বস্থ স্কটিশ শিবির! প্রথম ওভারেই তিন উইকেট শিকার করেন ট্রাম্পেলম্যান! ইনিংসের প্রথম বলেই জর্জ মানসেকে ফেরান গোল্ডেন ডাকে। মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে তখন স্কটল্যান্ড। চতুর্থ উইকেটে ম্যাথু ক্রসের সাথে ক্রেইগ ওয়ালেসের ১৬ রানের জুটির পথে বিদায় নেন ওয়ালেসও! ১৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে স্কটিশরা।

মাইকেল লিস্ককে সাথে নিয়ে পঞ্চম উইকেটে ৩৯ রানের জুটি গড়েন ক্রস। কিছুটা শক্ত ভীত গড়ার পর ক্রস ফেরেন ৩৩ বলে ১৯ রানের টেস্টসুলভ ইনিংস খেলে। এরপর একপ্রান্তে হটাৎ শুরু লিস্ক ঝড়! বাকিরা আসা যাওয়ার মিছিলে থাকলেও ২৭ বলে ৪ চার ও ২ ছয়ে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন লিস্ক। শেষদিকে লিস্কের বিদায়ের পর রানের চাকাটা বেশিদূর গড়ায়নি স্কটিশদের।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। লিস্ক সর্বোচ্চ ৪৪ ও ক্রিস গ্রিভস করেন ২৫ রান। নামিবিয়ার পক্ষে ট্রাম্পেলম্যান ৩ ও জান ফ্রাইলিংক নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ

স্কটল্যান্ড – ১০৯/৮ (২০ ওভার); লিস ৪৪(২৭), গ্রিভস ২৫(৩২), ক্রস ১৯(৪৩); ট্রাম্পেলম্যান ৪-০-১৭-৩, ৪-০-১০-২

নামিবিয়া – ১১৫/৬ (১৯.১ ওভার); স্মুটস ৩২(২৩)*, উইলিয়ামস ২৩(২৯), লিঙ্গেন ১৮(২৪); লিস্ক ২-০-১২-২, ব্র‍্যাড হুইল ৪-০-১৪-১, মার্ক ওয়াট ৪-০-২২-১, গ্রিভস ৪-০-২২-১।

ফলাফলঃ নামিবিয়া ৪ উইকেটে জয়ী।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...