নাভারাসা, নয় অনুভূতির বিশ্বকাপ

থিয়েটার আর ক্রিকেটকে কি কোনোভাবে এক সূত্রে গাঁথা যায়? মোটেই না। তবে এবারের বিশ্বকাপ মিলিয়েছে এ দুই ভিন্ন পথকে। ক্রিকেট আর থিয়েটার মিশেছে একটি থিমে, বিশ্বকাপের থিমে। নাম যেটার 'নাভারাসা'।

থিয়েটার আর ক্রিকেটকে কি কোনোভাবে এক সূত্রে গাঁথা যায়? মোটেই না। তবে এবারের বিশ্বকাপ মিলিয়েছে এ দুই ভিন্ন পথকে। ক্রিকেট আর থিয়েটার মিশেছে একটি থিমে, বিশ্বকাপের থিমে। নাম যেটার ‘নাভারাসা’।

ভরতের ‘নাট্যশাস্ত্র’-এ উল্লেখ আছে ‘নয় রস’। মূলত সেই ‘নয় রস’ – এর উপর ভিত্তি করেই এবারের বিশ্বকাপের লোগো ডিজাইন করা হয়েছে। সমর্থকদের আবেগকে মাথায় রেখে যার নাম দেওয়া হয়েছে নাভারাসা। আর এ নামের মধ্যেই লুকিয়ে আছে ৯ টি অনুভূতি। যা এবারের বিশ্বকাপের থিমেও প্রাধান্য দেয়া হয়েছে। রয়েছে এ নয় অনুভূতির নয়টি নিজস্ব প্রতীকও।

ভারত বিশ্বকাপেরর মূল থিমে ছড়িয়ে থাকা সেই ৯ অনুভূতি গুলো হচ্ছে- আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ। নয় প্রতীক সম্বলিত এ লোগো আইসিসি প্রথম প্রকাশ্যে আনে চলতি বছরের ২ এপ্রিলে।

মূলত ২০১১ সালের ঐ দিনেই ভারত দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। আর সেই বিশ্বজয়ের এক যুগ পূর্তি উপলক্ষ্যে আইসিসি ও আয়োজক দেশ ভারত লোগো প্রকাশ করে। যেখানে উঠে আসে এই নয় রসের তত্ত্ব।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...