হেলমেটের স্ট্র্যাপ দেখিয়ে বাংলাদেশের সিরিজ জয় উদযাপন!

উদযাপন দিয়েও যেন প্রতিশোধটা নিতে পারল বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতা পর মুশফিকুর রহিমদের সেলিব্রেশনই বুঝিয়ে দেয় সত্যিকারের টাইমড আউট হয়েছে কোন দল।

উদযাপন দিয়েও যেন প্রতিশোধটা নিতে পারল বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতা পর মুশফিকুর রহিমদের সেলিব্রেশনই বুঝিয়ে দেয় সত্যিকারের টাইমড আউট হয়েছে কোন দল।

অধিনায়ক হওয়ার পর প্রথম কোনো সিরিজ জিতলেন নাজমুল হোসেন শান্ত। জয়ের স্মারক ট্রফি তুলে দেওয়া তাঁর হাতে। এরপর তিনি উইনার্স বোর্ডের কাছে থাকা বাকি সতীর্থদের দিকে যখন এগিয়ে যাচ্ছিলেন, তখনই দৃশ্যপটে হাজির দলের সিনিয়র ক্রিকেটার মুশফিক।

এরপর হেলমেট হাতে নিয়ে দেখালেন স্ট্র্যাপে কি যেন একটা সমস্যা। আর তাতেই যেন লঙ্কানদের সাথে বাংলাদেশের দ্বৈরথের আগুনে ঘিঁ ঢালা হয়ে গেল। ‍শান্তও ঠিক সেভাবেই অবাক হলেন, যেমন সেদিন হয়েছিলেন আম্পয়ার ম্যারিয়াস ইরাসমাস।

সেদিনটা ছিল বিশ্বকাপের ম্যাচ। ম্যাথুসের সাথে বিশ্বকাপে হয়ে যাওয়া ‘ঐতিহাসিক’ ঘটনা কারোই অজানা নয়। আবার সেই ঘটনার সাথে জড়িয়ে আছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের ম্যাচে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ‘টাইমড আউট’-এর শিকার হন ম্যাথুস। সেদিন ম্যাচে বাংলাদেশ জেতে, যদিও জয়-পরাজয় ছাপিয়ে মূখ্য ছিল টাইমড আউটের ঘটনা।

টাইমড আউটের রেশ এখনও আছে। টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মহারা লঙ্কানদের উদযাপনের সঙ্গী ছিল তাই টাইমড আউট। অ্যাঞ্জেলো ম্যাথুস তো বটেই, সব খেলোয়াড় একত্র হয়ে ঘড়ি দেখিয়ে উদযাপন করেছিলেন। শান্ত অবশ্য সেদিন সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘ওরা এখনো টাইমড আউট থেকে বের হতে পারেনি। আমার মনে হয় বের হওয়া উচিত।’

তবে, একটা চাপা ক্ষোভ ছিল। সেই ক্ষোভটা সিরিজ জয় দিয়েই উগরে দিতে পারল বাংলাদেশ দল। আর এর সাথে যোগ হল অভিনব এক উদযাপন। হয়ত, দু’দলের আসন্ন টেস্ট সিরিজেও এর রেশ থাকবে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...