শেষ ওভারে ব্ল্যাকক্যাপদের জয়!

স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় নিয়ে সেমির দৌড়ে আরেক পা এগিয়ে গেলো নিউজিল্যান্ড। অপরদিকে, তিন হারে আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্ট থেকে বাদ পড়লো স্কটিশরা।

স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় নিয়ে সেমির দৌড়ে আরেক পা এগিয়ে গেল নিউজিল্যান্ড। অপরদিকে, তিন হারে আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্ট থেকে বাদ পড়লো স্কটিশরা।

১৭৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বেশ ভালো শুরু পায় স্কটিশরা। ওপেনিং জুটিতে ২১ রানের পর অধিনায়ক কাইল কোয়েতজার ফেরেন ১১ বলে ১৭ রান করে। এরপর দ্বিতীয় উইকেটে জর্জ মানসে ও ম্যাথু ক্রসের ৩১ বলে ৪৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় স্কটল্যান্ড। জয়ের আশাও জাগায় এই দুই ব্যাটার। এরপর দশ রানের মাথায় মানসে ও ক্রস আউট হলে ব্যাকফুটে চলে যায় স্কটিশরা। মানসে ১৮ বলে ২২ ও ক্রস ফেরেন ব্যক্তিগত ২৭ রানে।

একপ্রান্তে রিচি বেরিংটন চেষ্টা করলেও শেষ পর্যন্ত পেরে উঠেননি সোধি, বোল্টদের সাথে। ১৭ বলে ২২ রান করে তিনিও আউট হলে স্কটল্যান্ডের ক্ষীন আশাও শেষ হয়ে যায়।

তবে শেষদিকে মাইকেল লিস্কের তান্ডবে আবার আশা জাগে স্কটিশদের। শেষ ওভারে দরকার ছিলো ২৬ রান। শেষ পর্যন্ত এই বিশ্বকাপে আরেকটি আপসেটের জন্ম দিতে পারেনি স্কটল্যান্ড। লিস্কের ২০ বলে ৪২ রানের ইনিংসের পরেও ১৬ রানের হার নিয়ে মাঠ ছাড়ে স্কটিশরা।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে আসে ৩৫ রান। এরপর সাফিয়ান শরিফের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন ড্যারেল মিশেল। একই ওভারে রানের খাতা খোলার আগেই আউট কেন উইলিয়ামসন। এরপর ব্যক্তিগত মাত্র ১ রানে আউট ডেভন কনওয়ে! ৫২ রানে তিন উইকেট হারিয়ে তখন বিপাকে ব্ল্যাকক্যাপসরা। টপ অর্ডারে ধস নামলেও একপ্রান্তে মার্টিন গাপটিল ছিলেন থিতু। আরেকপ্রান্তে গ্লেন ফিলিপসকে নিয়ে জুটি গড়েন গাপটিল।

উইকেটে গেলেও গাপটিল শুরু থেকেই ছিলেন মারমুখি ভঙ্গিতে। এরপর একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করে গাপটিল তুলে নেন ব্যক্তিগত ফিফটি। আরেকপ্রান্তে গাপটিলকে যোগ্য সমর্থন দেন ফিলিপস। ইনিংস যতোই এগিয়েছে স্কটিশ বোলারদের উপর তান্ডব চালান গাপটিল। চার-ছক্কার ফুলঝুরিতে ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন। চতুর্থ উইকেটে দু’জনে মিলে গড়েও ফেলেন সেঞ্চুরির জুটি! তবে দলীয় ১৫৭ রানে ইনিংসের ১৯ তম ওভারে পর পর দুই বলে আউট হন ফিলিপস ও গাপটিল।

ফিলিপস ৩৭ বলে ৩৩ ও সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে ৭ ছক্কা ও ৬ চারে ৫৬ বলে ৯৩ রানের ইনিংস খেলে আউট হন গাপটিল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। স্কটল্যান্ডের পক্ষে সাফিয়ান শরিফ ও হুইল দুটো করে উইকেট শিকার করেন।

  • সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড – ১৭২/৫ (২০ ওভার); গাপটিল ৯৩(৫৬), ফিলিপস ৩৩(৩৭), মিশেল ১৩(১১); সাফিয়ান ৪-০-২৮-২, হুইল ৪-০-৪০-২, মার্ক ওয়াট ৪-০-১৩-১।

স্কটল্যান্ড – ১৫৬/৫ (২০ ওভার); লিস্ক ৪২(২০)*, ক্রস ২৭(২৯), বেরিংটন ২২(১৭), জর্জ মানসে ২২(১৮), কোয়েতজার ১৭(১১); বোল্ট ৪-০-২৯-২, সাউদি ৪-০-২৪-১, সোধি ৪-০-৪২-২।

ফলাফল: নিউজিল্যান্ড ১৬ রানে জয়ী।

ম্যাচ সেরা: মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...