ভারতের জন্য একজন কোচই যথেষ্ট

গ্রায়েম সোয়ান মনে করেন সীমিত ওভার এবং টেস্ট ফরম্যাটের জন্য দুটি আলাদা কোচের প্রয়োজন নেই ভারতের।

ভারতের কোনো ক্রিকেটারকে দেশের বাইরের কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলতে দেখাই যায় না। অর্থাৎ হাতে গোনা কয়েকটি সিরিজ এবং আইসিসির কোনো ইভেন্ট ছাড়া ভারতের ক্রিকেটারদের দেশেই থাকতে হয় বেশির ভাগ সময়। তাইতো ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রায়েম সোয়ান মনে করেন সীমিত ওভার এবং টেস্ট ফরম্যাটের জন্য দুটি আলাদা কোচের প্রয়োজন নেই ভারতের।

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) প্রধান কোচের জন্য নতুন আবেদন গ্রহণ করবেন ২৭ মে পর্যন্ত। সেই সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের দায়িত্ব টিকে থাকার সম্ভাবনা ক্রমশই কমে যাচ্ছে।

ভারতের কোচ সম্পর্কে সোয়ান বলেন, ‘শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা এবং অন্যান্য কোনো টি-টোয়েন্টি লিগ না খেলার কারণে ভারতের খেলোয়াড়দের সারা বছর দেশেই থাকতে হয়। তাই তাঁদের আলাদা কোচের কোনো প্রয়োজন নেই।’

সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর, যিনি বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের সাথে দলের মেন্টর হিসেবে রয়েছেন, দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রধান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। কেননা অস্ট্রেলিয়ান রিকি পন্টিং এবং জাস্টিন ল্যাঙ্গার এবং জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের মতো স্বনামধন্য বিদেশী কোচরা নিজেদেরকে সরিয়ে নিয়েছেন সেখান থেকে।

ইংল্যান্ড ভিন্ন ফরম্যাটের জন্য ভিন্ন কোচিং শুরু করেছে। যেখানে ব্রেন্ডন ম্যাককালাম লাল বলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ম্যাথু মট সাদা বলের ফরম্যাটের দায়িত্ব পালন করছেন। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানেও সীমিত ওভার এবং লাল বলের ক্রিকেটের জন্য আলাদা কোচ রয়েছে।

৪৫ বছর বয়সী সোয়ান বলেন, ‘ইংল্যান্ডে, আমাদের তিনটি দল আছে। যারা সারা বছর জুড়ে বিশ্বের সবখানেই ম্যাচ খেলে থাকে। কারণ আমাদের গ্রীষ্ম ভিন্ন সময়ে হয়। আর এটিই ইংল্যান্ডের জন্য আলাদা কোচ নির্ধারণের অন্যতম প্রধান কারণ। ভারতে এটির প্রয়োজন নেই।’ সোয়ান ২০০০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৬০ টি টেস্ট, ৭৯ টি ওয়ানডে এবং ৩৯ টি টি-টোয়েন্টি খেলেছেন।

সোয়ান আরও যোগ করেন, ‘একজন ভালো কোচই একজন ভালো কোচ। তিনি তিন ফরম্যাটের জন্যই সঠিক ব্যক্তি। তিনি যদি সাদা বলের ক্রিকেটে বিশেষজ্ঞ হয়, তাহলে আপনি তাকে সবখানেই ব্যবহার করতে পারেন।’

বিসিসিআই সেক্রেটারি জয় শাহও নাকচ করে দিয়েছেন ভারতের ক্রিকেটে ভিন্ন ফরম্যাটের ভিন্ন কোচের প্রস্তাব। তাইতো এখন দেখার বিষয় ভারতের ক্রিকেটের গুরুদায়িত্ব  উঠতে চলেছে কার কাঁধে?

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...