বিশ্বকাপের আগে সময়টা মোটেই ভাল যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের সাথে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে হেরেছে পাকিস্তান। ২ টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত না হলে হয়তো সবগুলো ম্যাচেই পরাজয়ের স্বাদ পেতে হতো পাকিস্তানকে।
এমন পরাজয়ে দেশের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘তারা দলের সমন্বয় সঠিকভাবে করতে পারছে না, বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সকল খেলোয়াড়কে যে কোনো স্থানে খেলতে হবে।’
উইকেটরক্ষকের ভূমিকায় আজম খানের জায়গায় মোহাম্মদ রিজওয়ানকে ফেরত চান লতিফ। এ বিষয়ে তিনি বলেন, ‘দলে দুজন উইকেটরক্ষক আছেন, উসমান খান ও রিজওয়ান। আমার পরামর্শ উইকেটরক্ষক হিসেবে একজন সিনিয়র খেলোয়াড়কেই দলে রাখা উচিত।’
বিগত বছর চারেক ধরে রিজওয়ানই ছিলেন পাকিস্তানের জার্সি গায়ে উইকেটের পেছনে। লতিফের মতে, রিজওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে উইকেটরক্ষণ থেকে। তিনি বলেন, ‘গত চার বছর ধরে রিজওয়ান উইকেটের পেছনে দাঁড়িয়ে খেলা চালাচ্ছিল, কিন্তু এখন আপনি তাকেই সড়িয়ে দিচ্ছেন।’
প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হবার পরে দ্বিতীয় ম্যাচে ২৩ রানের ব্যাবধানে হারে পাকিস্তান। ইংল্যান্ডের দেওয়া ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। তৃতীয় ম্যাচে আবারও বৃষ্টি আঘাত হানে। চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাটিং করে মাত্র ১৫৭ রানে ইনিংস শেষ করে পাকিস্তান। জবাবে মাত্র ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় ইংল্যান্ড।
তবে এমন শোচনীয় হারের পরও দলের মাঝে সম্ভাবনা দেখেন জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তান দল সম্পর্কে তিনি বলেন, ‘তারা অনিশ্চিত দল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সব সময়ই ভাল করে। তবে, হ্যাঁ তাদের অবশ্যই কিছু ক্ষেত্রে খুব দ্রুত উন্নতি করতে হবে। কারণ ২০ দলের টুর্নামেন্টে আপনি একটি খেলাতেও আরাম করতে পারবেন না।’