আইসিসি র‍্যাংকিংটাই যেন পাকিস্তানের দখলে

আর উপমহাদেশের মাটিতে বিশ্বকাপ জয়ের জন্য পাকিস্তান যে ফেভারিট তা নিয়ে সংশয় থাকার কথাও না কারো। পাকিস্তানের খেলোয়াড়রাও আছেন দুর্দান্ত ফর্মে। র‍্যাংকিংয়ের দিকে চোখ বোলালেও সে কথাই বোঝা যায়।

কদিন আগেই আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপের বছরে তাই র‍্যাংকিংয়ের শীর্ষ দেশ হিসেবে বিশ্বকাপ জয়ের ছকই আঁকছে পাকিস্তান। আর উপমহাদেশের মাটিতে বিশ্বকাপ জয়ের জন্য পাকিস্তান যে ফেভারিট তা নিয়ে সংশয় থাকার কথাও না কারো।

পাকিস্তানের খেলোয়াড়রাও আছেন দুর্দান্ত ফর্মে। র‍্যাংকিংয়ের দিকে চোখ বোলালেও সে কথাই বোঝা যায়। ওয়ানডেতে আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষ চার ব্যাটারের তিনজনই যে পাকিস্তানের।

পাকিস্তানের টপ অর্ডারের তিন ব্যাটারই আছেন আইসিসি র‍্যাংকিংয়ের শীর্ষ চারে। একমাত্র দক্ষিন আফ্রিকান রাসি ভান ডার ডুসেন বাদে আইসিসি র‍্যাংকিংয়ে আধিপত্য পুরোটাই পাকিস্তানের।

শীর্ষস্থানে থাকা বাবর আজমের পরেই আছেন ডুসেন। এরপর তিনে পাকিস্তানের বাঁ-হাতি টপ অর্ডার ফখর জামান। আর চার নম্বারে পাকিস্তান ওপেনার ইমাম উল হক।

সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে একশো ইনিংস খেলার আগেই পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বাবর।

নিউজিল্যান্ড সিরিজেও দুর্দান্ত ফর্ম বজায় রেখে ধরে রেখেছেন র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটাও। ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে আপাতত অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে আছে বাবর।

তিন নম্বারে থাকা ফখর জামানের গত মাসটা কেটেছে দুর্দান্ত। এই সংস্করণে এপ্রিল মাসে খেলা দুই ম্যাচেই সেঞ্চুরি করেছেন ফখর, যার মধ্যে একটি ১৮০ রানের অপরাজিত ইনিংস। এপ্রিল মাসে আইসিসির সেরা পুরুষ খেলোয়াড়ের পুরষ্কারও জিতেছেন ফখর। ৭৫৫ পয়েন্ট নিয়ে ডুসেনের পরেই আছেন ফখর।

চারে আছেন আরেক ওপেনার ইমাম উল হক। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ছিলেন দুর্দান্ত ফর্মে। ৬০, ২৪ ও ৯০ রানের ইনিংস খেলেছেম প্রথম তিন ওয়ানডেতে। আর এই ফর্মে ৭৪৫ রেটিং নিয়ে চারে উঠে এসেছেন ইমাম।

এমন দুর্দান্ত ফর্মে থাকা টপ অর্ডার যেকোনো দলের জন্যই আশীর্বাদ। সামনেই যখন বিশ্বকাপ তখন ব্যাটারদের এমন ফর্ম বিশ্বকাপ অবধি বজায় থাকলে পাকিস্তানের বিশ্বকাপ জয় খুব একটা কঠিন হবার কথা নয়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...