প্রতিভা থাকলেও পারফর্মার নেই পাকিস্তানে

ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর নতুন অধিনায়কের নেতৃত্বে নতুন করে সবকিছু শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে নবযুগের সূচনা ভাল হয়নি তাঁদের; অস্ট্রেলিয়ার বিপক্ষে শান মাসুদের দল ৩-০ তে টেস্ট সিরিজ হেরেছে, আর সাদা বলে শাহীন শাহ আফ্রিদিরা নিউজিল্যান্ডের বিপক্ষে কেবল এক ম্যাচ জিততে পেরেছে।

তাঁদের সাম্প্রতিক এই পারফরম্যান্স নিয়ে এবার কথা বলেছেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং। পাকিস্তানের প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, কিন্তু পারফর্মার নেই এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তান দলে সর্বোপরি প্রতিভার অভাব নেই। কিন্তু ক্রিকেটারদের আত্মবিশ্বাসে ঘাটতি রয়েছে। আত্মবিশ্বাস ফিরে পেতে তাদের একটানা ভালো খেলতে হবে; এভাবেই তাঁরা আত্মবিশ্বাসী হবে।’

তিনি আরো যোগ করেন, ‘হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনার দায়িত্ব খেলোয়াড়দের। তাঁরা যা খেলছে তার চেয়ে ভালো ক্রিকেটটা খেলতে হবে। অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, যারা এখন নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছে না।’

অধিনায়কের পরিবর্তন প্রসঙ্গে সাবেক এই স্পিনার বলেন, ‘অধিনায়কত্বের পরিবর্তন বিশ্বকাপের বাজে ফর্মের প্রতিক্রিয়া। তবে আমি বিশ্বাস করি সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। কখনও কখনও খুব দেরি করে নেওয়া একটি সিদ্ধান্ত আপনাকে পিছিয়ে দিতে পারে। এবং সম্ভবত এই সিদ্ধান্তটি পাকিস্তানের ক্রিকেট এগিয়ে যাওয়ার পরিবর্তে পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ।’

বাবর আজমেরও প্রশংসা করেন এই ডানহাতি, একই সাথে দলের অন্যদের লাইমলাইটে নিয়ে আসার তাগিদ দেন। এই ব্যাপারে তিনি বলেন, ‘বাবর অবশ্য দুর্দান্ত ক্রিকেটার, তবে ড্রেসিংরুমে নিশ্চয়ই তাঁর মত প্রতিভাবান আরো ক্রিকেটার রয়েছে। ভারত, পাকিস্তান দুই দেশের নির্দিষ্ট একজনকে এত বেশি প্রশংসা করা হয় যে বাকিরা আড়ালে থেকে যায় – মনে রাখতে হবে দল কিন্তু একজনের পারফরম্যান্সে জেতে না।’

সবশেষে বাবরসহ পাকিস্তান দল দ্রুত ফর্মে ফিরবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন হরভজন। তিনি বলেন, ‘বাবর মানসম্পন্ন একজন ব্যাটার, আশা করি সে দ্রুতই রান করা শুরু করবে। দলের বাকিরাও বিশ্বমানের, তাঁদের এক হয়ে পারফর্ম করতে হবে এবং জিততে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link