পান্ডিয়ার বিকল্প হবেন কে!

বিসিসিআইয়ের মেডিকেল টিম নিবিড় পর্যবেক্ষণে রাখছে তাঁকে।

বাংলাদেশের বিপক্ষে ছয় উইকেটের বড় জয় পেয়েছে ভারত, আট বছর পর বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি – সবমিলিয়ে আনন্দের কমতি নেই দেশটির ক্রিকেটাঙ্গনে। তবে এত আনন্দের মাঝেও বিষাদ আছে, কেননা এই ম্যাচেই চোটে পড়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পান্ডিয়া।

এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে খেলা হচ্ছে না এই পেসারের। এমনকি দলের সঙ্গে ধর্মশালাও যাবেন না তিনি। আপাতত তাঁর গোড়ালিতে স্ক্যান করা হয়েছে, এবং বিশ্রামে থাকতে হচ্ছে। বিসিসিআইয়ের মেডিকেল টিম নিবিড় পর্যবেক্ষণে রাখছে তাঁকে।

সবকিছু ঠিক থাকলে লক্ষ্ণৌতে পুনরায় দলের সঙ্গে যোগ দিবেন এই অলরাউন্ডার। এই মাঠেই বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকরা। আর শক্তিশালী ইংলিশদের বিপক্ষে তাঁর সার্ভিস যেভাবেই হোক পেতে চাইবে টিম ম্যানেজম্যান্ট।

তবে, সেটাও চূড়ান্ত কিছু নয়। বিশ্বকাপটাই মিস হয়ে যেতে যারে তাঁর। সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন কিংবা মোহাম্মদ শামি হয়তো আরেকটু বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন।

একই সাথে পান্ডিয়ার বিকল্প কে হবেন – সেটা নিয়েও ভাবতে হচ্ছে দলকে। কয়েকটা নাম আছে। আদর্শ বিকল্প হতে পারেন শিভাম দুবে। এই ব্যাটিং অলরাউন্ডার দারুণ এক আইপিএল কাটিয়েছেন চলতি বছর।

এছাড়া দৌড়ে আরও কয়েকটা নাম আছে। তারা হলেন দিপক চাহার, তিলক ভার্মা, স্যাঞ্জু স্যামসন ও ওয়াশিংটন সুন্দর। চারজনেরই আগে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে।

তবে পান্ডিয়ার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। কমপক্ষে একদিন লাগবে তাঁর চোটের পুরো অবস্থা জানতে। এই ডানহাতির চোটের স্ক্যান রিপোর্ট মুম্বাইয়ের একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠানো হয়েছে। তিনি সেটা দেখার পর যেভাবে বলবেন সেভাবেই পরবর্তী পদক্ষেপ নিবে টিম ইন্ডিয়া।

তবে এখনি শঙ্কিত হওয়ার কারণ দেখছেন না ড্রেসিংরুম সংশ্লিষ্টরা। বাংলাদেশের বিপক্ষে বোলিং না করলেও প্রয়োজনে ব্যাটিং করতেন হার্দিক, এমনই শোনা গিয়েছে তাঁদের কাছ থেকে।

ম্যাচ শেষেও রোহিত শর্মাকে খুব বেশি চিন্তিত মনে হয়নি। তিনি বলেছিলেন, ‘গোড়ালি মচকে গিয়েছিল খানিকটা, চিন্তিত হওয়ার মত বড় কিছু দেখছি না। আগামীকাল সকালে সে কেমন বোধ করছে সেটা দেখে তাঁর ব্যাপারে পরিকল্পনা করা হবে।’

বাংলাদেশের বিপক্ষে নবম ওভারেই হার্দিক পান্ডিয়াকে বোলিংয়ে নিয়ে এসেছিলেন অধিনায়ক। সেই ওভারের তৃতীয় বল সোজা মেরেছিলেন লিটন, আর সেটি পা দিয়ে থামাতে গিয়েই ইনজুরিতে পড়েন এই তারকা। এখন তাই তাঁর সুস্থতার কিংবা তাঁর ছিটকে যাওয়ার অপেক্ষা করতে হচ্ছে ভারতবাসিকে!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...