সাকিবের টেস্ট না খেলার কারণ দেখেন না বোর্ড সভাপতি

টেস্ট খেলতে চান না সাকিব আল হাসান। খবরটা পুরনো। নতুন খবর হল সাকিব, টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের ছুটি চেয়েছেন। এই নিয়ে সরগরম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে, আসছে দক্ষিণ আফ্রিকা সফরে সাদা পোশাকে সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছিল। তবে, সেই শঙ্কা কাটল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যে।

টেস্ট খেলতে চান না সাকিব আল হাসান। খবরটা পুরনো। নতুন খবর হল সাকিব, টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের ছুটি চেয়েছেন। এই নিয়ে সরগরম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে, আসছে দক্ষিণ আফ্রিকা সফরে সাদা পোশাকে সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছিল। তবে, সেই শঙ্কা কাটল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যে।

সাকিব আমাদের আগে একটি চিঠি দিয়েছিল, যেটায় টেস্ট থেকে ৬ মাসের একটা ব্রেক চাচ্ছিল। পরে যখন ওকে জিজ্ঞেস করলাম, বলবো আইপিএলের কারণে দুইটা সিরিজ ও খেলতে পারবে না। একটা দক্ষিণ আফ্রিকায় আরেকটা শ্রীলঙ্কায়। আমি সাথে সাথে বললাম, শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে। ও সাথে সাথে রাজি হয়ে গেল। শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ওইটা এখন আর ইস্যু নয়। যেহেতু ও আইপিএলে নেই, আইপিএলে ও যাচ্ছে না তাহলে তো আমি কোনো কারণ দেখছি না দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেলার। তাই এই চিন্তাটা মাথা থেকে ভুলে যান। এরকম কিছু আমার মাথায় নেই। আইপিএলের জন্যই যেতে চাচ্ছিল না। যেহেতু আইপিএল নাই সে খেলবে।

পাল্টা প্রশ্ন,  তাহলে কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সাকিবকে পাওয়া যাবে? সেই উত্তরে বোর্ড সভাপতি জবাব দিলেন, ‘হ্যাঁ। ও তো ওডিআই খেলতে যাচ্ছে। টেস্ট খেলবে না! এটা কি বললেন? চলে আসবে?ও খেলবে। আমার ধারণা খেলবে। শোনেন, আজকে খেলা শেষে দূর থেকে একটা কথা হয়েছে। কাছাকাছি তো যেতে পারি না। আমি ওকে বললাম যে, দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে এসে তোমার সঙ্গে কথা আছে। ও একটু হেসে বললো, আপনি যা বলেন। আমার কথা হচ্ছে ও খেলবে। আমি এখন পযন্ত যা যা জানি ও খেলবে।ও একবারও বলেনি ও খেলবে না। যে বলেছিল আইপিএলের কথা। এর বাইরে তো বলেনি। কথা আসছে কেন? ও খেলবে খেলবে যান। মনের মধ্যে কোনো যদি কিন্তু নেই। কোনো কিছু নেই।’

তবে, কেউ কোনো ফরম্যাটে খেলতে না চাইলে তাঁকে কোনো বাঁধা দিবে না বোর্ড। তিনি বলেন, ‘যেকোনো খেলোয়াড় যে কোনো ফরম্যাট না খেলতে চাইলে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমাকে আগে বলতে হবে।এবং সে বলেছিল, আইপিএলের কারণে। এখন যেহেতু হচ্ছে না তার মানে সে খেলবে এটাই অবিশাস। এটা ছাড়া কোনো অপশন দেখি না।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...