ওয়াটসন যা বলবে তাই শুনবে পিসিবি!

পারিশ্রমিকের নতুন রেকর্ড গড়েতে যাচ্ছেন ওয়াটসন। বার্ষিক দুই মিলিয়ন মার্কিন ডলার পাবেন ওয়াটসন।

কোচের জন্য মরিয়া পাকিস্তান। শেন ওয়াটসনের সকল দাবি মেনে নিতে প্রস্তুত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বেশ কিছু দিন ধরেই গুঞ্জণ চলছিল সাবেক এই অজি তারকাই হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী কোচ। অবশেষে, সে ধারণা সত্যি হতে চলেছে।

আকাশচুম্বী পারিশ্রমিকের বিনিময়ে পিসিবির প্রস্তাব মেনে নিতে চলেছেন শেন ওয়াটসন। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি ওয়াটসনের সকল দাবি মেনে নিয়েছেন।

পারিশ্রমিকের নতুন রেকর্ড গড়েতে যাচ্ছেন ওয়াটসন। বার্ষিক দুই মিলিয়ন মার্কিন ডলার পাবেন ওয়াটসন। এর অর্থ হল তিনি প্রতি মাসে চার কোটি ষাট লাখ রুপি করে বেতন গুণবেন। এই চুক্তি বাস্তবায়িত হলে, ওয়াটসন পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ বেতনভোগী প্রধান কোচ হয়ে যাবেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন এপ্রিলে হোম সিরিজেই নতুন কোচের অধীনে খেলবে পাকিস্তান। ওয়াটসন এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কোচ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) কাজ করে থাকেন তিনি। আর নিজের সমৃদ্ধ একটা আন্তর্জাতিক ক্যারিয়ারও ছিল।

পাকিস্তানের জন্য তিনি দারুণ একটা পছন্দ হতে পারেন। তবে, কিছু সূত্র দাবি করছে – ওয়াটসন পিসিবির প্রস্তাব গ্রহণ করবে না। কারণ, পাকিস্তনের ক্রিকেট সংস্কৃতি খুবই গোলযোগপূর্ণ। কোনো কিছুই পিসিবিতে দীর্ঘস্থায়ী নয় – সেটা কোনো সিদ্ধান্ত হোক কিংবা হোক কোনো পদ। তাই, এই দফায় পিসিবির মিষ্টি কথায় ভুলতে নারাজ ওয়াটসন।

ফলে, ওয়াটসনের মত ব্যক্তিত্বকে রাজি করানো সহজ নয়। তবে, পিসিবি চেষ্টা চালিয়ে যাবে। আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্পষ্ট হবে। এখন চলছে শেষ মুহূর্তের উত্তেজনা। পিসিবির হাতে সময়ও খুব কম।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...