হারিস রউফের আবেগ নিয়ে খেলছে পিসিবি

টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচ গুলোতে তাই খেলা হবে না এই পেসারের। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন হারিস রউফ, এরপর থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ক্রিকেট সংশ্লিষ্টদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এমনকি সমালোচনার চাপে গণমাধ্যমে অভিযোগও করতে হয়েছিল তাঁর পরিবারকে।

এরই মাঝে বিগ ব্যাশ লিগ খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) এর আবেদন করেছিলেন তিনি। কিন্তু বোর্ড তাতে সাড়া দেয়নি এখনো; ধারণা করা হচ্ছে, এনওসি দেয়া হবে খানিকটা দেরিতে। টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলোতে তাই খেলা হবে না এই পেসারের।

ডিসেম্বরের সাত তারিখে শুরু হতে যাওয়া এই ফ্রাঞ্চাইজি লিগের প্রথম দিনেই মাঠে নামবে রউফের দল মেলবোর্ন স্টারস। এরপর আবার ১৩ তারিখে ম্যাচ রয়েছে দলটির। কিন্তু গুঞ্জন অনুযায়ী, ১১ তারিখের আগে এনওসি পাবেন না পাক পেসার; কবে নাগাদ দলের সাথে যোগ দিতে পারবেন সেটা তাই নিশ্চিত নয়।

মূলত ওয়াহাব রিয়াজের এক বক্তব্যকে ঘিরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সদ্য নির্বাচকের দায়িত্ব পাওয়া রিয়াজ জানিয়েছেন যে, হারিস রউফ শুরুতে টেস্ট ক্রিকেট খেলতে রাজি ছিল। কিন্তু পরবর্তীতে ফিটনেস ইস্যুর কথা ভেবে নিজেকে সরিয়ে নেন। আর এতেই হতাশ হয়েছেন বাঁ-হাতি এই তারকা।

যদিও এনওসির সঙ্গে এসবের সরাসরি সম্পর্ক নেই। পাকিস্তানের ঘরোয়া অন্যতম জনপ্রিয় লিগ ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ চলমান থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। ১০ তারিখে শেষ হবে এই টুর্নামেন্ট, এরপরেই বিবেচনা করা হবে রউফের ছাড়পত্রের ব্যাপারে।

ওয়ানডে বিশ্বকাপ ভাল যায়নি এই এক্সপ্রেস বোলারের। আবার ক্যারিয়ারে মাত্র এক টেস্ট খেলেছিলেন; সাদা বলেই বেশি মনোযোগী তিনি। তাই হয়তো বিগ ব্যাশ দিয়েই ফর্মে ফেরার চেষ্টা করবেন; এখন দেখার বিষয় পিসিবি কখন তাঁকে যাওয়ার অনুমতি দেয়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...