টেস্টের মত শাস্তিও এড়িয়ে যাচ্ছেন হারিস?

পিসিবি ডিরেক্টর মিডিয়া আলিয়া রাশিদ জানিয়েছেন পরবর্তী নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের ফরম্যাটে পুনরায় বিবেচনা করা হবে রউফকে। 

নতুন অধিনায়ক আর নতুন পরিকল্পনা নিয়ে ডিসেম্বরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিবে পাকিস্তান; অজিদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে তাঁরা। ডিসেম্বরের প্রথমদিকে শুরু করে আগামী বছর পর্যন্ত চলবে এই সিরিজ। যদিও এই সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পেসার হারিস রউফ, টিম ম্যানেজম্যান্ট দলে নিতে চাইলেও রাজি হননি তিনি।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে সেজন্য কোন শাস্তির মুখে পড়তে হবে না তাঁকে। পিসিবি ডিরেক্টর মিডিয়া আলিয়া রাশিদ জানিয়েছেন পরবর্তী নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের ফরম্যাটে পুনরায় বিবেচনা করা হবে রউফকে।

এই পেসারকে টেস্ট দলে ডাকার কারণও জানান আলিয়া। তিনি বলেন, ‘হারিসকে টেস্ট ম্যাচ খেলতে উৎসাহিত করার সিদ্ধান্তটি নেয়া হয়েছিল যাতে খেলোয়াড়রা নিজেদেরকে নির্দিষ্ট ফরম্যাটে সীমাবদ্ধ না রেখে সব সংস্করণে উন্নতি করার চেষ্টা করে। তাঁদের অবশ্যই সব ফরম্যাটে জাতীয় দলের প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ তাঁরা কিন্তু কেন্দ্রীয়ভাবে বোর্ডের সাথে চুক্তিবদ্ধ।’

সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিও খুশি হতে পারেননি হারিস রউফের এমন সিদ্ধান্তে। তাঁর মতে, দারুণ একটা সুযোগ হাতছাড়া করেছেন এই পেসার। তিনি বলেন, ‘হারিস রউফ সুযোগ নষ্ট করেছে। তাঁর উচিত ছিল পাকিস্তান দলের সাথে অস্ট্রেলিয়া সফরে যাওয়া। আশ্চর্যের বিষয়, ক্রিকেট পরিচালক এবং প্রধান নির্বাচক অনুরোধ করা সত্ত্বেও একজন ক্রিকেটার দলে যোগ দিতে অস্বীকার করেছেন।’

অনেক প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে গেলেও পাকিস্তান সন্তোষজনক ফলাফল করতে পারেনি। তেমনি হারিস রউফও পারেননি লক্ষ্য পূরণ করতে; বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান খরচের রেকর্ড গড়েছেন তিনি।

তাই হয়তো টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকতে চান তিনি, সেই সাথে নিজেকে নতুন করে গুছিয়ে নিতে কাজ করছেন, সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে প্রস্তুত করছেন নিজেকে।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...