Social Media

Light
Dark

পিসিবিতে নাটক. নিয়োগের পরই সালমান বাটকে অপসারণ

ইনজামাম উল হকের রেখে যাওয়া আসনে বসেই উপদেষ্টা পরিষদ গড়ে তুলেছিলেন ওয়াহাব রিয়াজ। সাবেক তারকা কামরান আকমাল আর রাও ইফতেখার আজম এর সাথে এই পরিষদে ছিলেন বিতর্কিত চরিত্র সালমান বাট। লর্ডস কান্ডে শাস্তির মুখোমুখি এই ব্যাটার এবারই প্রথম পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) কোন পদ পেয়েছিলেন।

তবে পিসিবির সাথে তাঁর সম্পর্ক স্থায়ী হয়নি; দিন কয়েকের ব্যবধানে তাঁকে সরিয়ে নেয়া হয়েছে। সালমান বাটকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেয়ার বিষয়টি সংবাদ সম্মেলন ডেকে নিশ্চিত করেছেন ওয়াহাব রিয়াজ।

মূলত ভক্ত-সমর্থকদের সমালোচনার মুখে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। দাবি করা হয়েছিল যে, বাট নাকি ওয়াহাবের ঘনিষ্ঠ বন্ধু এবং তাঁকে অগ্রাধিকার দিচ্ছেন এই পেসার। এমন অভিযোগের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতেই পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পিসিবির সুনাম এবং নিজের সততা বজায় রাখা তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার জানিয়ে এই বাঁ-হাতি বলেন, ‘বাট এখন থেকে কোনভাবেই দল নির্বাচনের সাথে জড়িত থাকবেন না।’

আবার নিয়োগপ্রাপ্ত তিনজনই পাঞ্জাবের বাসিন্দা, অন্যদিকে একই প্রদেশের মন্ত্রী হয়ে বসে আছেন পিসিবির বর্তমান নির্বাচক। সেজন্য শুরুতেই বোর্ড ‘পক্ষপাতমূলক’ আচরণ নিয়ে প্রশ্ন করেছিল তাঁকে, তবে বেশি ঝড় উঠেছে সালমান বাটের কারণে।

সাবেক এই অধিনায়ক দায়িত্ব পাওয়ায় পিসিবির অভ্যন্তরেও বিবাদের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি একাধিক কর্তা পদত্যাগেরও হুমকি দিয়েছেন।

এসবের ধারাবাহিকতায় শেষমেশ গত শনিবার সন্ধ্যায় প্যানেল থেকে বাটের নাম প্রত্যাহার করেন রিয়াজ। সেই সাথে নতুন একজনের নাম সুপারিশ করা হবে এমন ঘোষণা দেন তিনি, খুব সম্ভবত আসাদ শফিক হতে যাচ্ছে সেই নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link