পিটার মুর বিশ্ব ক্রিকেটে বড় কোনো নাম নয়। তবে বাংলাদেশের ক্রিকেটে বেশ পরিচিত নাম তিনি। তাঁর সাথে বাংলাদেশ ক্রিকেটের বেশ বাজে একটা স্মৃতি জড়িয়ে আছে।
২০১৮ সালে সিলেটে যে টেস্টে বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে, সেই টেস্টে অপরাজিত ফিফটি করেছিলেন মুর। এই ছবিটা সেই ফিফটি করার পর, যেটি এখনও তার টুইটারে প্রোফাইল ছবি। সেবার পরের টেস্টে করেছিলেন তিনি ৮৩। তার আন্তর্জাতিক অভিষেক ২০১৪ সালে মিরপুরে। জিম্বাবুয়ে জাতীয় দল ও ‘এ’ দল মিলিয়ে কয়েক দফায় এসেছেন তিনি বাংলাদেশে।
আগামী মার্চেও তিনি আসবেন। তবে এবার নতুন পরিচয়ে। নতুন দলের হয়ে। বাংলাদেশ সফরের আয়ারল্যান্ড টেস্ট দলে জায়গা পেয়েছেন সেই মুর। হ্যাঁ, জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার পিটার জোসেফ মুর এখন আয়ারল্যান্ডের।
অনেক বছর ধরেই জিম্বাবুয়ের পাশাপাশি আয়ারল্যান্ডের ক্লাব ক্রিকেটে খেলে আসছেন মুর। জন্ম জিম্বাবুয়েতে হলেও আইরিশ পাসপোর্টও আছে তাঁর। জিম্বাবুয়ের ক্রিকেট মৌসুমের বাইরে অনেকটা সময় তিনি আয়ারল্যান্ডেই কাটান।
২০২১ সালে যখন ক্রিকেট জিম্বাবুয়ের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেন, তখন থেকেই গুঞ্জনটা ছিল যে তিনি আয়ারল্যান্ডের হয়েই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান। যদিও তিনি তখন তিনি তা এড়িয়ে যান।
তবে গত বছর তা খোলাসা হয়ে যায়। ইংল্যান্ড সফরের আয়ারল্যান্ড ডেভেলপমেন্ট স্কোয়াডে ঠাঁই হয় তার। এরপর অপেক্ষা ছিল জাতীয় দলে ডাক পাওয়ার। গত মাসে জিম্বাবুয়ে সফর দিয়েই আয়ারল্যান্ড দলে অভিষেক হবে বলে প্রবল জল্পনা ছিল। তখন নির্বাচকরা তাকে অপেক্ষায় রাখেন। শেষ পর্যন্ত বাংলাদেশ সফর দিয়েই শেষ হচ্ছে তার অপেক্ষা।
সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন তিনি মিরপুরে, ২০১৮ সালের সেই সফরে। সব ঠিক থাকলে আগামী ৪ এপ্রিল মিরপুরে আবার তিনি টেস্ট খেলবেন নতুন দলের হয়ে। মাঝে শুধু বদলে যাবে দেশ।
জিম্বাবুয়ের হয়ে সব মিলিয়ে জিম্বাবুয়ের হয়ে ৮ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলেছেন মুর। ৪টি ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন জিম্বাবুয়েকে। সর্বশেষ তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেছে, ২০১৯ সালের অক্টোবরে, সিঙ্গাপুরের বিপক্ষে টি-টোয়েন্টিতে। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ওই বছরের জুলাইয়ে, তার এখনকার দল আয়ারল্যান্ডের বিপক্ষে।
এখনও জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিতই খেলে যাচ্ছেন। গত মাসেও খেলেছেন ঘরোয়া বড় দৈর্ঘ্যের টুর্নামেন্ট লগান কাপে। তবে ৩২ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায় এখন আয়ারল্যান্ডের হয়ে।
– ফেসবুক থেকে