তিন অংকের ম্যাজিকাল ফিগারে পৌঁছেই আকাশের দিকে ছুড়লেন মুষ্টিবদ্ধ হাত। হেলমেট খুলে ব্যাটটা তুলে ধরলেন আকাশে। এমন একটা মুহূর্তের স্বপ্ন তো সব তরুণ ব্যাটসম্যানই দেখেন। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি – এ যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতই এক ব্যাপার। এমন একটা শুরু কে না চায়, আর কয়জনই বা পায়!
টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করাটা এমনিই কঠিন – আর সেটা যদি হয় আন্তর্জাতিক অভিষেকেই – তাহলে তো কথাই নেই। সেঞ্চুরি দিয়ে ক্যারিয়ার শুরু করতে পারা ব্যাটারদের এই এলিট ক্লাবের সদস্য সংখ্যা মাত্র চারজনের। চারজনই আইসিসি সহযোগী দেশের খেলোয়াড়। তাঁদের নিয়েই আমাদের এবারের আয়োজন।
- ম্যাথিউ স্পার্স (কানাডা): ২০২২
কানাডার হয়ে খেললেও তিনি মূলত অস্ট্রেলিয়ান বংশদ্ভুত। ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি ফিলিপাইনের বিপক্ষে অভিষেকেই ব্যাট হাতে ঝড় তুলে ১০৮ রানের অপরাজিত এক ইনিংস খেলেন ম্যাথিউ স্পার্স। এই ইনিংসের মধ্যে দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি এখন তাঁরই দখলে!
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে স্পার্সের ঝড়ো সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেটে ২১৬ রান সংগ্রহ করে কানাডা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯৮ রানেই গুড়িয়ে যায় ফিলিপাইনের ইনিংস। ১১৮ রানের দুর্দান্ত জয় পায় কানাডা। ৬৬ বলে তিন ছক্কা ও ১৪ চারে ১০৮ রানের হার না মানা ইনিংস খেলেন স্পার্স।
- লেসলি ডেনবার (সার্বিয়া): ২০১৯
২০১৯ সালের ১৪ অক্টোবর বুলগেরিয়ার বিপক্ষে সার্বিয়ার টপ অর্ডার ব্যাটার লেসলি ডানবার অভিষেকেই খেলেন ৬১ বলে ১০৪ রানের হার না মানা ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির পাশাপাশি প্রায় দুই বছরের বেশি সময় ধরে টি-টোয়েন্টি অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি নিজের নামে করেন ডানবার।
সেই ইনিংসে ছিল পাঁচটি চার ও ১০ টি ছক্কা। যদিও, ইতিহাস গড়ার সেই ম্যাচে ডানবার জয়ের মুখ দেখেননি। বুলগেরিয়া জিতে যায় ছয় উইকেটের বিশাল ব্যবধানে।
- জিন-পিয়েরে কোয়েৎজে (নামিবিয়া): ২০১৯
২০১৯ সালের ২০ আগস্ট বতসোয়ানার বিপক্ষে অভিষেকেই সেঞ্চুরি করেন নামিবিয়ার জিন-পিয়েরে কোয়েৎজে। ৪৩ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল সাতটি চার ও নয়টি ছক্কা। বতসোয়ানা সফরের সেই ম্যাচে ১২৪ রানের বিশাল জয় পায় নামিবিয়া।
- রবীন্দ্রপল সিং (কানাডা): ২০১৯
২০১৯ সালের ১৮ আগস্ট কানাডার রবীন্দ্রপল সিং কেইম্যান আইল্যান্ডসের বিপক্ষে অভিষেক ম্যাচেই খেলেন ১০১ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।
১০১ রান করতে রবীন্দ্রপল সিং খেলেন ৪৮ টি ডেলিভারি। ইনিংসে ছিল ছয়টি চার ও ১০ টি ছক্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আমেরিকা রিজিওনের সেই ফাইনাল ম্যাচে কেইম্যান আইল্যান্ডসকে ৮৪ রানের বড় ব্যবধানে হারায় কানাডা।