বাংলা টাইগার্সের ব্যাটিং কোচ আফতাব

জাতীয় দল থেকে অফ ফর্মের কারণে বাদ পড়লে একজন ক্রিকেটার কোথায় আবার নিজেকে তৈরি করবেন। কোথায় গিয়ে নিজেকে ফিরে পাবার লড়াই করবেন। এতদিন আসলে বাংলাদেশ ক্রিকেটে এমন কোন জায়গা ছিল না। সেজন্যই তাসকিন আহমেদদের ফেরার লড়াইটা করতে হতো একাকী। তবে বিসিবি এবার বাংলাদেশ টাইগার্স নামে একটি ছায়াদল তৈরি করেছে।

জাতীয় দল থেকে অফ ফর্মের কারণে বাদ পড়লে একজন ক্রিকেটার কোথায় আবার নিজেকে তৈরি করবেন। কোথায় গিয়ে নিজেকে ফিরে পাবার লড়াই করবেন। এতদিন আসলে বাংলাদেশ ক্রিকেটে এমন কোন জায়গা ছিল না। সেজন্যই তাসকিন আহমেদদের ফেরার লড়াইটা করতে হতো একাকী। তবে বিসিবি এবার বাংলাদেশ টাইগার্স নামে একটি ছায়াদল তৈরি করেছে।

বাংলা  টাইগার্সের জন্য আজ ২৩ জনের দল ঘোষণা করা হয়েছে। যাদের নিয়ে ২৫ তারিখ থেকে বগুড়া স্টেডিয়ামে শুরু হবে ট্রেনিং ক্যাম্প। বাংলা টাইগার্সের কোচিং স্টাফদের নামও ঘোষণা করেছে বিসিবি। এই ছায়া দলটার হেড কোচ হিসেবে কাজ করবেন মিজানুর রহমান বাবুল। কিছুদিন আগে বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

এছাড়া এই ছায়া দলের বোলিং কোচ হিসেবে আনা হচ্ছে চম্পকা রমানায়েকাকে। শ্রীলঙ্কার সাবেক এই পেস বোলার কাজ করবেন বাংলা টাইগার্সে থাকা বোলারদের নিয়ে।

ওদিকে বাংলা টাইগার্সের ব্যাটিং কোচ হিসেবে থাকবেন আফতাব আহমেদ চৌধুরী। বাংলাদেশের সাবেক এই ব্যাটসম্যান চট্টগ্রামে নিজের একটি ক্যাম্প চালাতেন। এছাড়া প্রিমিয়ার লিগে কোচিং করানোর অভিজ্ঞতাও আছে তাঁর ঝুলিতে।

আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ঘোষণা করা হয়ে তালহা জুবায়ের ও নাজমুল হোসেনের নাম। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে থাকবেন আশিক মজুমদারও। ওদিকে ফিল্ডিং কোচ হিসেবে আছেন দুই বিদেশি উমাকান্ত প্যাটেল ও ফয়সাল হোসেন ডিকেন্স। উইকেটরক্ষক কোচ এবং অ্যানালিস্ট হিসেবে থাকবেন নাসির আহমেদ নাসু।

এছাড়া বগুড়ায় এই ক্যাম্পের জন্য ২৩ জনের দল ঘোষণা করা হয়েছে। ক্যাম্পে আছেন জাতীয় দলের আশেপাশে থাকা ও বিপিএলে পারফরমারদের অনেকেই।

  • বাংলা টাইগার্স স্কোয়াড

মুমিনুল হক সৌরভ, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...